ভাবতা (মুর্শিদাবাদ), 31 মার্চ : লকডাউনের জেরে বন্ধ যান চলাচল । ছোটো গাড়ি ভাড়া করে গেলে সেখানে দু'জনের বেশি যাতায়াত মানা । নানা কারণের জন্য ভিন রাজ্যের বিভিন্ন শ্রমিক আটকে পড়েছেন এখানে । তাঁদের মধ্যে কেউ কেউ ফিরলেও বেশিরভাগ জনই কিন্তু থেকে গেছেন নিজের কাজের যায়গায় । স্থানীয় পুলিশ স্টেশন থেকেই তাঁদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে । কিন্তু এরপরও আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন শ্রমিকরা । ইতিমধ্যেই উপার্জিত জমানো অর্থ শেষ হতে শুরু করেছে । সেই কারণেই প্রায় 50 জন শ্রমিক পায়ে হেঁটে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দিকে রওনা দিয়েছেন ।
400 কিমি হেঁটে বাড়ির দিকে শ্রমিকরা
লকডাউনের জেরে বন্ধ যান চলাচল । তাই কলকাতা থেকে ঝাড়খণ্ডে বাড়ির পথে হেঁটেই রওনা দিল 50 জন শ্রমিক ।
ছবি
গত তিন দিন ধরে হেঁটে আসার পর আজ মুর্শিদাবাদের ভাবতা এলাকা পৌঁছান ওই 50 জন । এলাকার স্থানীয় বাসিন্দারা অসহায় শ্রমিকদের খিচুড়ি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেন । সেখানে খাবার খেয়ে পুনরায় পায়ে হেঁটে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছেন ।
শ্রমিকরা জানান যে গত তিন দিনে সেভাবে কোনও খাবার খাননি । কোনও সহৃদয় ব্যক্তি শুকনো খাবার দিলে তা খেয়ে হেঁটে চলেছে ঘণ্টার পর ঘণ্টা । রাস্তায় পুলিশের বাধার সম্মুখীন হতে হচ্ছে । এখন লক্ষ্য, কী করে ঘরে পৌঁছানো যায় ।