ফরাক্কা, 25 জানুয়ারি : রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস ৷ এবার এই দিনেই কি বাংলায় নাশকতার ছক কষছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গি সংগঠন ? অন্তত এমনই সূত্র মারফত খবর পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে রেলমন্ত্রককে ৷ রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে চলছে নজরদারি, চেকিং ৷ নিউ ফরাক্কা সহ মালদা ডিভিশনের মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর স্টেশনে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা ৷ গতকাল সকাল থেকেই পুলিশ কুকুর নিয়ে একাধিক স্টেশনে চলছে তল্লাশি অভিযান ৷ খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয় পত্র ৷ জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা ৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদ ও মালদায় গঠিত স্লিপার সেল দিয়ে নাশকতা চালানোর ছক কষেছে জেএমবি সহ আল কায়দা জঙ্গি গোষ্ঠী । দেশজুড়ে সাধারণতন্ত্র দিবস পালিত হওয়ার মুখেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই দুই জেলায় অতি সক্রিয় হয়ে উঠেছে এই দুই জঙ্গি সংগঠন। প্রসঙ্গত, আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল ও জলঙ্গি থেকে সম্প্রতি 11 জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । পাশাপাশি বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত জেএমবি জঙ্গি সন্দেহে ছয়জনকে সুতি ও সামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এনআইএ ।