পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

By Election: প্রচারে সময় না পেলেও ভোটে প্রস্তুত, দাবি জঙ্গিপুর ও সামশেরগঞ্জের তৃণমূলের প্রার্থীদের - Mamata Banerjee

প্রচারের সময় না পেলেও তৃণমূল ভোটের লড়াইয়ের জন্য তৈরি ৷ এমনটাই জানালেন জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী ৷ 30 সেপ্টেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ৷ যার মধ্যে একটি হল ভবানীপুর বিধানসভা কেন্দ্র ৷

jangipur-and-samshergange-tmc-candidates-are-confidence-about-their-win-in-by-election
প্রচারে সময় না দিলেও তৃণমূল প্রস্তুত, দাবি জঙ্গিপুর ও সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থীদের

By

Published : Sep 6, 2021, 5:06 PM IST

বহরমপুর (মুর্শিদাবাদ), 6 সেপ্টেম্বর : 30 সেপ্টেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ যেখানে সবার নজরে রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভার ভবানীপুর বিধানসভা কেন্দ্র ৷ কারণ ওই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাকি দু’টি কেন্দ্র হল মুর্শিদাবাগের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর ৷ যে দুই কেন্দ্রের সংযুক্তমোর্চার জোট প্রার্থীরা করোনায় মারা যাওয়ার কারণে ভোট বন্ধ হয়ে যায় ৷ এবার নির্বাচন কমিশন ফের এই দুই কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে ৷ যা নিয়ে জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দুই তৃণমূল প্রার্থীর অভিযোগ, কমিশনের তরফে প্রচারের সময় দেওয়া হয়নি ৷ তবে, প্রচারের সময় না পেলেও তাঁরা নির্বাচনে লড়াইয়ে জন্য প্রস্তুত ৷

জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন এবং সামশেরগঞ্জের তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম ৷ তাঁরা জানিয়েছেন, নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ বিশেষ করে দুয়ারে সরকার প্রকল্পে বিধায়কের সংশাপত্র না পেয়ে বিপাকে পড়েছেন ৷ ফলে সাধারণ মানুষের সমস্যা দূর করতে এই ভোট হওয়া খুবই জরুরি ছিল বলে জানিয়েছেন তাঁরা ৷ তাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল প্রার্থীরা ৷ সেই সঙ্গে তাঁদের বার্তা এবার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে তৃণমূলই জিতবে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

এ নিয়ে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন বলেন, ‘‘এলাকায় বিধায়ক না থাকায় সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছিল ৷ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই ৷ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পরিষেবা পেতে আর কোনও অসুবিধা থাকবে না ৷’’ ভোট নিয়ে সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী বলেন, ‘‘নির্বাচন না হলেও আমরা মানুষের পাশেই আছি ৷ আমাদের নেত্রীও বলেছেন, কমিশন যদি প্রচারে সময় না দেয় তাতেও আমরা পিছিয়ে নেই ৷’’ একইসঙ্গে আমিরুল ইসলামের দাবি, কোভিডবিধির জন্যই নির্বাচন স্থগিত রাখা হয়েছিল ৷ এখন সামশেরগঞ্জে কোভিড সমস্যা নেই ৷ তাছাড়া সামশেরগঞ্জে 85 শতাংশ মানুষের ভ্যাকসিন পেয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : By-election : তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা তৃণমূলের, ভবানীপুরে ‘খেলবেন’ মমতা

ABOUT THE AUTHOR

...view details