বহরমপুর (মুর্শিদাবাদ), 6 সেপ্টেম্বর : 30 সেপ্টেম্বর রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ যেখানে সবার নজরে রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভার ভবানীপুর বিধানসভা কেন্দ্র ৷ কারণ ওই কেন্দ্র থেকেই ভোটে লড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাকি দু’টি কেন্দ্র হল মুর্শিদাবাগের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর ৷ যে দুই কেন্দ্রের সংযুক্তমোর্চার জোট প্রার্থীরা করোনায় মারা যাওয়ার কারণে ভোট বন্ধ হয়ে যায় ৷ এবার নির্বাচন কমিশন ফের এই দুই কেন্দ্রে নির্বাচনের দিন ঘোষণা করেছে ৷ যা নিয়ে জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দুই তৃণমূল প্রার্থীর অভিযোগ, কমিশনের তরফে প্রচারের সময় দেওয়া হয়নি ৷ তবে, প্রচারের সময় না পেলেও তাঁরা নির্বাচনে লড়াইয়ে জন্য প্রস্তুত ৷
জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন এবং সামশেরগঞ্জের তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম ৷ তাঁরা জানিয়েছেন, নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ বিশেষ করে দুয়ারে সরকার প্রকল্পে বিধায়কের সংশাপত্র না পেয়ে বিপাকে পড়েছেন ৷ ফলে সাধারণ মানুষের সমস্যা দূর করতে এই ভোট হওয়া খুবই জরুরি ছিল বলে জানিয়েছেন তাঁরা ৷ তাই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল প্রার্থীরা ৷ সেই সঙ্গে তাঁদের বার্তা এবার জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে তৃণমূলই জিতবে ৷