লালবাগ (মুর্শিদাবাদ), 3 জানুয়ারি : NRC নিয়ে কোনওরকম আতঙ্কে ভুগছে না, জানালেন লালবাগের ইরানি জনগোষ্ঠীর বাসিন্দারা ৷ তাঁদের বিশ্বাস, ভারতীয় নাগরিকত্ব নিয়ে তাঁদের মধ্যে কোনও জটিলতা নেই । ফলে জাতীয় নাগরিকপঞ্জি লাগু হলেও তাঁরা নিশ্চিত যে, এই দেশে থাকার অধিকার পাবেন ।
NRC নিয়ে মোটেই আতঙ্কিত নয় লালবাগের ইরানি বাসিন্দারা - মুর্শিদাবাদ
দেশজুড়ে যখন NRC ও CAA নিয়ে লাগাতার আন্দোলন চলছে ৷ ঠিক তখনই নবাবের শহর লালবাগের ইরানি জনগোষ্ঠী সাফ জানিয়ে দিলেন যে তাঁরা NRC নিয়ে মোটেই আতঙ্কিত নয় ৷
NRC নিয়ে দেশজুড়ে যখন BJP বিরোধী দলগুলি পথে নেমে আন্দোলন শুরু করেছেন, তখন বিদেশ থেকে আসা ইরানিদের মনোবল তুঙ্গে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব পাওয়ার জন্য পুর্বপুরুষের কোনও দলিল পেশ করতে হবে না । কিন্তু বিরোধী দলগুলি অমিত শাহের এই আশ্বাসকে মানতে নারাজ । তাই দেশজুড়ে আতঙ্ক ছড়ালেও লালবাগের ইরানি জনগোষ্ঠী মোটেই আতঙ্কিত নয় । তাঁদের সাফ কথা, "আমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড হয়ে গিয়েছে । অনেকের নিজস্ব জায়গাও রয়েছে । বাবা-দাদুরা এখানে মারা গিয়েছেন, আমরাও এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করব ।
বাংলার মসনদে মিরজাফর বসার পর ইরাক থেকে এই জনগোষ্ঠী বাংলায় আসে । তিনভাগে ভাগ হয়ে কিছু বর্ধমানে, কিছু উত্তরবঙ্গ ও প্রায় 70 টি পরিবার বসবাস শুরু করে লালবাগ শহরের চক মসজিদ লাগোয়া অঞ্চলে । এই জায়গাটিও নবাবেরই । এই জনগোষ্ঠীর লোকজনের জীবীকা চশমা ও পাথর বিক্রি । এভাবেই প্রায় দু'শো বছর নবাবের শহরে রয়েছে তাঁরা । নতুন করে এখন কেউ না এলেও ইরানিরদের পরিবার ক্রমশ বাড়ছে । অন্যদিকে, সরকারি ভাতা বা সুবিধা থেকে তারা বরাবর বঞ্চিত বলে একাধিক অভিযোগ তুললেও কেন্দ্রের NRC নীতিতে তারা মোটেই আতঙ্কিত নয় । দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতিতে লালবাগের ইরানিদের মনোবল আলাদাই বার্তা দিচ্ছে বলেই অনেকে মনে করছেন । তাঁদের বিশ্বাস NRC হলেও তারা এদেশেই থাকবে ।