পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 300 - Corona Treatment

মুর্শিদাবাদে মোট কেরোনা আক্রান্তের সংখ্যা 301 ৷ আজ নতুন করে আক্রান্ত হয়েছেন 16 জন ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jul 11, 2020, 9:11 PM IST

বহরমপুর, 11 জুলাই : আজ মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 16 জন ৷ আক্রান্তদের মধ্যে একজন প্রসূতি রয়েছেন ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 301 ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ায় বাড়ানো হচ্ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও ৷

কান্দি-সহ বেশ কয়েকটি এলাকাকে নতুন করে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আজ নতুন করে আক্রান্তদের মুর্শিদাবাদ কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার সাতজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে ৷ গতকাল আক্রান্ত হয় 13 জন ৷ আর আজ সংখ্যাটা 16 ৷ জেলায় প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ আজ যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা কান্দি, ধুলিয়ান, সাগরদিঘি, লালগোলা, সামশেরগঞ্জ, জঙ্গিপুর এলাকার বাসিন্দা ৷

কান্দি থানার মহালন্দি-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় এক প্রসূতি-সহ তিনজন কোরোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ তারপরই ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে ৷ কান্দি থানার IC অরূপ রায় নিজে এলাকায় গিয়ে মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেন ৷ মাস্ক না পরে বের হলেই আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ৷

প্রশাসন সূত্রে খবর, জঙ্গিপুর মহকুমা ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে জেলায় কঠোর লকডাউনের দাবি জানাতে শুরু করেছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details