বহরমপুর, 11 জুলাই : আজ মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 16 জন ৷ আক্রান্তদের মধ্যে একজন প্রসূতি রয়েছেন ৷ এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 301 ৷ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ায় বাড়ানো হচ্ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও ৷
কান্দি-সহ বেশ কয়েকটি এলাকাকে নতুন করে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ আজ নতুন করে আক্রান্তদের মুর্শিদাবাদ কোরোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বৃহস্পতিবার সাতজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে ৷ গতকাল আক্রান্ত হয় 13 জন ৷ আর আজ সংখ্যাটা 16 ৷ জেলায় প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ আজ যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা কান্দি, ধুলিয়ান, সাগরদিঘি, লালগোলা, সামশেরগঞ্জ, জঙ্গিপুর এলাকার বাসিন্দা ৷