পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"সাহেবনগরে গুলি চালানোয় জড়িত তাহিরুদ্দিন", দাবি ধৃতের - NRC

হায়দার শেখ মূল অভিযুক্ত তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত । আজ তাকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

one more miscreants arrested
ধৃত ব্যক্তি

By

Published : Feb 6, 2020, 7:38 PM IST

Updated : Feb 6, 2020, 10:44 PM IST

বহরমপুর, 6 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে NRC বিরোধী নাগরিক মঞ্চের জমায়েতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত ৷ নাম হায়দার শেখ ৷ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় ৷

হায়দার শেখ মূল অভিযুক্ত তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত । আজ তাকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷ সাহেবনগরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে । তবে তাহিরুদ্দিন মণ্ডল এবং মিলটন শেখ এখনও অধরা ।

সাহেবনগরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও একজন

জানুয়ারির 29 তারিখ ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে রাস্তা অবরোধ করছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷ অভিযোগ, সেই অবরোধ কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল নেতা তাহিরুদ্দিন মণ্ডল ও তার দলবল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালায় অবরোধকারীদের উপর ৷ গুলিবিদ্ধ হয় কয়েকজন ৷ জখমদের ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা আনারুল বিশ্বাস (62) ও মকবুল শেখ (23)-কে মৃত ঘোষণা করেন ৷ যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয় ৷

মূল দুই অভিযুক্ত তাহিরুদ্দিন মণ্ডল ও মিলটন শেখ এখনও অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । আজ আদালতে যাওয়ার পথে হায়দার শেখ দাবি করে, সেদিনের ঘটনায় তাহিরুদ্দিন জড়িত ছিল । নেতারা খুন করেছে ।

Last Updated : Feb 6, 2020, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details