সুতি , 15 মে : বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক, জখম তিন ৷ মৃতের নাম চাঁদনি খাতুম (7) ৷
শনিবার দুপুর বারোটা নাগাদ 34 নম্বর জাতীয় সড়কের ঘটে দুর্ঘটনাটি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চাঁদনি খাতুম (7)।
সুতি , 15 মে : বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক, জখম তিন ৷ মৃতের নাম চাঁদনি খাতুম (7) ৷
শনিবার দুপুর বারোটা নাগাদ 34 নম্বর জাতীয় সড়কের ঘটে দুর্ঘটনাটি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চাঁদনি খাতুম (7)।
ঘটনায় গুরুতর জখম মৃতের মা বাবা সহ তিনজন । আহতদের মহেশাইল গ্রামীন হাসপাতালে আনা হলে গুরুতর আহত দুজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
আরও পড়ুন :মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু কিশোরের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহিরণ থেকে মোটরবাইকটি রওনা দিয়েছিল মহেশাইলের উদ্দেশ্যে ৷ সেই সময় জাতীয় সড়কের উপর ফরাক্কাগামী একটি গাড়ি বেপরোয়া গতিতে এসে মোটরবাইকে পিছন থেকে ধাক্কা মারে । চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায় । অন্যদিকে মোটর বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর ।