পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খড়গ্রামে ধান কাটা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে খুন প্রৌঢ় - সংঘর্ষে খড়গ্রামে খুন প্রৌঢ়

মুর্শিদাবাদের খড়গ্রাম থানায় ধান কাটা নিয়ে সংঘর্ষ ।

Breaking News

By

Published : Mar 27, 2020, 9:31 PM IST

খড়গ্রাম, 27 মার্চ: মাঠে ঘাস কাটার নাম করে জমির ধান কেটে নেওয়ার অভিযোগে দু'পক্ষের সংঘর্ষে খুন হলেন এক প্রৌঢ় । মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বাগরাইন গ্রামের ঘটনা । মৃতের নাম ভাগ্যধর দলুই । গুরুতর আহত মৃতের নাতি ঋত্বিক দলুই কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মূল অভিযুক্ত ঝন্টু ঘোষ ঘটানার পর থেকেই পালাতক । তার খোঁজে তল্লাশি শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ।

ঋত্বিক মাঠে ঘাস কাটতে গিয়ে ঝন্টু ঘোষের জমি থেকে ধান কেটেছে, এই অভিযোগে তাকে মারধর করা হয়। সেই সময় ঋত্বিকের দাদু বাধা দিতে গেলে তাঁকে একটি লোহার বালতি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করা হয়। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । আহত ঋত্বিককে প্রথমে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর হওয়ায় প্রথমিক চিকিৎসার পর তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত ঝন্টু ঘোষের খোঁজে তল্লাশি শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details