হরিহরপাড়া, 8 জুন : বাড়িতে রাখা বোমা ফেটে উড়ে গেল বাড়ির একাংশ ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়ার নসিপুর মাঠপাড়ার একটি বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা হয়েছিল ৷ সেই বোমা ফেটেই বাড়িটির একাংশ উড়ে গিয়েছে ৷ সোমবার বিকেলের ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে ৷
সোমবার বিকেলের ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার নসিপুর মাঠপাড়া এলাকায় । স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতা থেকে মনে করা হচ্ছে সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ । কেন বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির সদস্যরা ৷ ঘটনায় কেউ জখম হয়নি বলেই জানা গিয়েছে ।