পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লালবাগের হোটেল থেকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার ৬ - illegal business

দেহব্যবসার অভিযোগে তিন মহিলাসহ ছ'জনকে গ্রেপ্তার করল পুলিশ।

অভিযুক্তরা

By

Published : Feb 26, 2019, 7:48 PM IST

লালবাগ, ২৬ ফেব্রুয়ারি : দেহব্যবসার অভিযোগে তিন মহিলাসহ ছ'জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি মুর্শিদাবাদের লালবাগের। গতরাতে লালবাগের এক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। হোটেল ম্যানেজারকেও হেপাজতে নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন হোটেলগুলিতে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুদিন আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফের এই মরশুমে কিছু হোটেলে গোপনে দেহব্যবসা শুরু হয় বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে মুর্শিদাবাদ থানার পুলিশ কিছু হোটেলে অভিযান চালায়।

গতরাতে নিরিবিলি নামক একটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তিনজন মহিলা ও তিনজন পুরুষকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করে।

ভিডিয়োয় শুনুন SDPO-র বক্তব্য

ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটন শহর লালবাগে আসেন অনেক পর্যটক। সেকথা উল্লেখ করে লালবাগের SDPO বরুণ গুপ্ত পুলিশ বলেন, "অভিযান চালানোর ফলে আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। এই কয়েকটা মাস পর্যটকদের কথা মাথায় রেখে কিছুদিন আমরা অভিযান চালানো বন্ধ রেখেছিলাম। সেই সুযোগে কয়েকজন অসাধু হোটেল ব্যবসায়ী অসামাজিক কার্যকলাপ শুরু করে দেয়। তবে আগামী দিনে যাতে এই অসামাজিক কাজ পুরোপুরি বন্ধ করা যায় তার জন্য যথেষ্টই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details