ভগবানগোলা, 6 মার্চ:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যাঁরা অপপ্রচার করছেন তাঁদের জিভ কেটে নেওয়া হবে ৷ তৃণমূল বিরোধীদের এমনই হুমকি দিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি (Idris Ali) ৷ তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক ৷ তৃণমূল বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করা হচ্ছে নানা মহলে (controversial comment of Idris Ali) ৷
সোমবার ভগবানগোলায় তাঁর বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন ইদ্রিশ আলি ৷ সেখানে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচের ঘরে বসে রাজনীতি করেন না । তিনি মাঠে নেমে রাজনীতি করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো কাঁচের ঘরে বসে থাকেন ৷ মমতার কত জনসমর্থন তা তাঁরা জানেন না ৷ দ্বিতীয়বার তাঁকে নিয়ে এমন মন্তব্য করা হলে জিভ কেটে নেওয়া হবে ৷ হাত-পা গুঁড়িয়ে দেওয়া হবে ৷"
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যকে কেন্দ্রের চিঠি পাঠানো প্রসঙ্গে ইদ্রিশ আলি জানান, বিজেপির নেতাদের উচিত রাজ্যের মানুষের কাছে গিয়ে কান ধরে ক্ষমা চাওয়া ৷ কেন্দ্র এখন চিঠি দিয়ে বলছে রাজ্যে আবাস যোজনায় কোনও দুর্নীতি নেই ৷ বিজেপি এতদিন মিথ্যা প্রচার করেছে ৷ বিজেপি'র রাজনীতিরও তীব্র সমালোচনা করেছেন ইদ্রিশ ৷ সাগরদিঘিতে মাত্র একটা আসন পেয়ে বিরোধীরা লাফালাফি করছে বলেও কটাক্ষ তাঁর (Idris Ali threat oppositions) ৷
আরও পড়ুন: সাগরদিঘির ভরাডুবি নিয়ে বৈঠক মমতার, সংখ্যালঘুদের ক্ষোভ জানতে কমিটি গড়ছে তৃণমূল
উল্লেখ্য, রাজ্য-রাজনীতিতে যে ভাবে লাগামহীন ভাবে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দেওয়ার সুর বেড়ে চলেছে তা নিয়ে চিন্তিত নাগরিক সমাজ ৷ সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে আক্রমণ করেছিলেন ও তার পালটা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে নানা মহলে ৷ সেই তালিকাতেই নয়া সংযোজন ইদ্রিশ আলির এই মন্তব্য ৷