বহরমপুর, 14 অক্টোবর : বিবিকে অপহরণ করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছিল । কিন্তু, শেষরক্ষা হল না । বিবিকে খুনের চেষ্টায় পুলিশের জালে ধরা পড়ল শওহর । মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ঘটনা । অভিযুক্তের নাম সামিম আকতার । গুরুতর আহত অবস্থায় আয়েসা সিদ্দিকিকে ভরতি করা হয়েছে হাসপাতালে ।
ঘটনার অসংলগ্ন বিবরণ ও তথ্যের ভিত্তিতে প্রথমেই সন্দেহের তালিকায় ছিল বছর 23-এর ওই যুবক । তাকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ । সূত্রের খবর, জেরার সময় ওই যুবক সমস্ত ঘটনা স্বীকার করে । এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
জানা গেছে, বিবির সঙ্গে সম্পর্কে চিড় ধরায় এই অপহরণের গল্প ফেঁদেছিল বলে স্বীকার করে নেয় সে । বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
সোমবার রাতে বিবিকে নিয়ে বহরমপুরে বাজার করে মোটর বাইকে করে ফিরছিল ওই যুবক । পুলিশের কাছে ওই যুবক জানায়, কর্ণসুবর্ণ বাঁকে সেতুর কাছে বাথরুম করার সময় দুস্কৃতীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখায় । এরপরই তার বিবিকে তুলে নিয়ে যায় বলে জানায় সে । পরদিন সকালে আয়েসা সিদ্দিকি নামে ওই যুবতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে ICU-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।
প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল ওই যুবকের উপর । সোজা রাস্তা না ধরে কেন ঘুরপথে নির্জন এলাকা দিয়ে গিয়েছিল ওই যুবক ? যার জেরেই সন্দেহ হয় পুলিশের ।
প্রাথমিক জেরাতেই অপহরণের নাটক করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল অভিযুক্ত । আটক করে জেরায় উঠে আসে মূল তথ্য । পুলিশের দাবি, সম্প্রতি দাম্পত্য সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল । তার জেরেই বিবিকে বাজার করার অছিলায় নিয়ে এসে খুনের চেষ্টা করেছিল ওই যুবক । কিন্তু অপহরণের নাটক করেও শেষরক্ষা করতে পারেনি সে । জেরার মুখে ভেঙে পড়ে সমস্ত ঘটনা স্বীকার করে নেয় ওই যুবক । ঘটনার আর কেউ সহযোগী হিসাবে ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ । তবে, যুবতির বয়ানের উপর নির্ভর করছে অনেক কিছু ।