ডোমকল, 3 মার্চ :দেহ ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা। যদিও অ্যাসিড লেগে জখম হন তাঁর মা ও সন্তান। ডোমকল থানার শ্রীরামপুর এলাকার এই ঘটনায় অভিযুক্তকে গতরাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দেড় বছর আগে তাদের বিয়ের হয় । ওই ব্যক্তির আরও দুই স্ত্রী রয়েছে । সে পেশায় হকার এবং কেরালায় থাকে । অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃতীয় পক্ষের স্ত্রী-কে সেখানে নিয়ে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল সে । তাকে নিয়ে গিয়ে সেখানে দেহ ব্যবসায় যুক্ত করা হবে, একথা জানতে পেরে বেঁকে বসেন অভিযুক্তের স্ত্রী । তিনি যেতে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় ।