শক্তিপুর, 31 জুলাই : সংবর্ধনা সভা থেকে দলের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে হুমকি দিলেন অপর এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । অভিযোগ তোলেন, কংগ্রেসে থাকাকালীন রেজিনগরের বিধায়ক রবিউল 80 লাখ টাকায় তৃণমূলের কাছে বিক্রি হয়েছিলেন ৷ প্রকাশ্য সভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরের এই অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে ৷
তবে এখানেই ক্ষান্ত হননি হুমায়ুন ৷ রবিউল আলম ও তাঁর অনুগামীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি ৷ তবে এর পাল্টা দিয়েছেন রবিউল আলমও ৷ বলেন, ‘‘কুকুর কামড়ালে কুকুরকে কামড়ে শোধ নেওয়া যায় না । মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি ।’’
ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে শক্তিপুরে সংবর্ধনা দেওয়া হয় । সেই সভা থেকে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন হুমায়ুন কবীর । তিনি বলেন, ‘‘রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী 80 লাখ টাকার বিনিময়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন ।’’ এরপর হুমকি দিয়ে বলেন, ‘‘আমার অনুগামীদের যদি কেউ অপদস্থ করার চেষ্টা করে তাহলে তাদের মেরে হাড়গোড় ভেঙে দেওয়া হবে ।’’