সুতি, 17 এপ্রিল : বাড়িতে অবাধে বসত মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ঘটনাটি সুতি থানার বাগশিরাপাড়া এলাকার। গোপন ডেরায় হানা দিয়ে পাঁচ মহিলা সহ সাত জনকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। ধৃতদের নাম রিনা বিবি, ফুলেরা বিবি, নুরজাহান বিবি, রেহেনা বিবি, রাখি বেরা, নন্দ দুলাল ঘোষ ও ওয়াসিম আক্রম। ধৃতদের আজ জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয়। কিন্তু বাড়ির মালিক সাহেব শেখ পলাতক।
সুতিতে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার 7 - trap
সুতি থানার বাগশিরাপাড়া এলাকার মধুচক্রের আসর থেকে পাঁচ মহিলাসহ সাতজনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন থেকেই সুতির বাগশিরাপাড়া এলাকায় সাহেব শেখের বাড়িতে মধুচক্রের আসর বসত। বিভিন্ন এলাকার মহিলা ও পুরুষরা হোটেলের মতো সেই বাড়িটিকে ব্যবহার করত। গোপনে সেই খবর জানতে পারে সুতি থানার পুলিশ। খবর পেয়েই আচমকা বাড়িটিতে হানা দিতেই সামনে আসে মধুচক্রের আসর। ঘটনায় পলাতক বাড়িমালিক সাহেব শেখের সন্ধানে নেমেছে সুতি থানার পুলিশ।
গ্রামের ভিতরে প্রকাশ্যে একটি বাড়িতে এইভাবে মধুচক্রের ঘটনাকে বিশ্বাসই করতে পারছিলেন না প্রশাসনিক কর্তা সহ স্থানীয় মানুষজন।