রঘুনাথগঞ্জ, 2 ফেব্রুয়ারি : ব্যাগ বদলে গন্ডগোল। দু'লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার অনন্য নজির গড়লেন এক পরিযায়ী শ্রমিক। মঙ্গলবার রঘুনাথগঞ্জ থানার পুলিশকে সাক্ষী রেখে সোনার গয়না ফেরত দিলেন পেশায় রাজমিস্ত্রি জাহাঙ্গির আলম। মেয়ের বিয়ের গয়না ফেরত পেয়ে খুশি পেশায় আইনজীবী বীরভুমের বাসিন্দা শ্যামসুন্দর ভকত।
রঘুনাথগঞ্জ থানার গঙ্গাপ্রসাদ এলাকার বাসিন্দা জাহাঙ্গির আলম কার্যত পরিযায়ী শ্রমিক। সোমবার তিনি বাঁকুড়া এলাকা থেকে রাজমিস্ত্রির কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই বাসেই বহরমপুরে মেয়ের হবু শ্বশুরবাড়ি আসছিলেন শ্যামসুন্দরবাবু। শ্যামসুন্দরবাবুর ব্যাগে ছিল চার ভরি সোনার গয়না। যা তিনি হবু জামাইকে আশীর্বাদ হিসাবে দিতে যাচ্ছিলেন বহরমপুর। দুজনের সিট ছিল পাশাপাশি। কাকতালীয় ভাবে দু’জনের ব্যাগও একই রকম দেখতে। মোড়গ্রামে নিজের ব্যাগ ভেবে অন্য একটি ব্যাগ নিয়ে বাস থেকে নেমে পড়েন শ্যামসুন্দরবাবু। সোনার গয়না ভর্তি ব্যাগটি বাসেই রেখে যান তিনি।