পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heath Centre: উপস্বাস্থ্য কেন্দ্রের অর্ধনির্মিত ভবন এখন পরিত্যক্ত বাড়ি, পরিষেবা না-পেয়ে ক্ষোভ গ্রামবাসীদের - Half built building of sub health centre

উপস্বাস্থ্য কেন্দ্র অর্ধেক নির্মাণ হয়েও পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়িতে । আপাতকালীন স্বাস্থ্য পরিষেবা পাওয়ার স্বপ্ন বিলীন গ্রামবাসীদের ।

Heath Centre condition
উপস্বাস্থ্য কেন্দ্র

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 9:39 PM IST

উপস্বাস্থ্য কেন্দ্রের অর্ধনির্মিত ভবন এখন পরিত্যক্ত বাড়ি

বড়ঞা, 24 অগস্ট: চারিদিকে জঙ্গলে ঘেরা ৷ দেওয়ালে শ্যাওলা পড়েছে ৷ তারই মধ্যে থেকে ডালপালা বিস্তার করেছে বহু গাছ ৷ ঘরের ভেতরে রাখা খড় ৷ এই অবস্থা বড়ঞার কল্যাণপুর-2 নাম্বার গ্রাম পঞ্চায়েতের কুন্ডল উপস্বাস্থ্য কেন্দ্রের ৷ গ্রামবাসীদের অভিযোগ, দশ বছর আগে উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য বরাদ্দ হয়েছিল টাকা ৷ সেই অর্থ পাশ হলেও এখনও সম্পূর্ণ হয়নি কাজ । ফলে উপস্বাস্থ্য কেন্দ্রের অর্ধনির্মাণ ভবনটি এখন পরিণত হয়েছে পরিত্যক্ত বাড়িতে । আর এর জেরে স্বাস্থ্য কেন্দ্র পাওয়ার আশা স্বপ্নই থেকে গিয়েছে গ্রামের বাসিন্দাদের ।

গ্রামের বাসিন্দা ধনঞ্জয় ঘোষ বলেন, "গ্রামের এক ব্যক্তি বীরেন্দ্রকুমার ঘোষ উপস্বাস্থ্য কেন্দ্র নির্মানের জন্য জায়গাটি দান করেন । এলাকার মানুষজনের যাতে সুবিধা হয় সেই দিকে তাকিয়ে এমন উদ্যোগ নেন তিনি । তবে বিল্ডিং নির্মাণ হলেও কখনও চালু হয়নি এই স্বাস্থ্য কেন্দ্র ।" স্থানীয় গণেশ মন্ডলের কথায়, স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে । স্বাস্থ্য পরিষেবা পেলে এলাকার মানুষদের সুবিধা হত ।

এলাকাবাসীর দাবি, একবার নয় পরপর দু'বার স্বাস্থ্যকেন্দ্রের জন্য গ্রামের বাসিন্দা জমি দান করেছিলেন । সরকারি খাতায় এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য বরাদ্দ অর্থ পাশও হয়েছিল ৷ তবে কাজ সম্পূর্ণ হওয়ার আগেই পকেট গুছিয়ে চম্পট দিয়েছে দায়িত্বপ্রাপ্ত কন্টাকটার থেকে নেতৃত্বরা বলে অভিযোগ । আর এর খেসারত দিতে হচ্ছে এখন গ্রামবাসীদের ৷ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে ভবনটি ।

বড়ঞা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের আজাদ মল্লিক বলেন, "উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য যে বিল পাশ হয়েছে তার বরাদ্দ টাকা গুলো আত্মসাৎ করেছে তৃণমূলের লোকজন । নিজেদের পকেট ভরেছে তারা ৷ আগামিদিনে সাংসদ অধীর চৌধুরীর কাছে এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের দাবি জানানো হবে ৷ শাসকদল কাজ না করলে স্থানীয়দের নিয়ে আন্দোলনে নামব ৷"তবে এ বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি ।

আরও পড়ুন:সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেন নেশার মুক্তাঞ্চল, নাজেহাল গড়ফা

পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মাহে আলম জানান, তথ্য না জেনেই বিরোধীরা মিডিয়ার সামনে ভুলভাল বলছে । আগামিদিনে যদি এরকম ভুলভাল মন্তব্য করে তাহলে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে । তিনি বলেন, "এরকম যদি কোন অভিযোগ থাকে তাহলে সরাসরি জানান । আমারা যথাসাধ্য চেষ্টা করব অভিযোগের ভিত্তিতে কাজ করার । ওই জায়গায় কোন টাকা বরাদ্দ হয়নি সমস্তটাই ভুল তথ্য ৷ আর টাকা বরাদ্দ হয়েছে অথচ কাজ হয়নি এমন অভিযোগ আমার এলাকায় কোথাও নেই ।"

ABOUT THE AUTHOR

...view details