পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠাকুমাকে খুনের অভিযোগে ধৃত যুবক,পলাতক নাতবউ - পলাতক নাতবউ

বহরমপুরে খুন বৃদ্ধা ৷ অভিযোগ নাতি ও নাত-বউয়ের বিরুদ্ধে ৷ ঘটনায় বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে নাতি শানু সিংহকে ৷ ঘটনার পর থেকে পলাতক অপর অভিযুক্ত নাতবউ ৷

Grandmother murder in murshidabad
বহরমপুরে বৃদ্ধা খুন

By

Published : Mar 19, 2020, 2:18 PM IST

বহরমপুর,19 মার্চ : ঠাকুমাকে খুনের অভিযোগে গ্রেপ্তার । ঘটনার পর থেকে পলাতক সন্দেহভাজন অপর অভিযুক্ত নাতবউ সুস্মিতা সিংহ ।

আজ সকালে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের মাছপাড়া এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অঞ্জলি সিংহ (৬২) । বহরমপুর থানার পুলিশ মৃতার নাতি শানু সিংহকে গ্রেপ্তার করেছে । সম্পত্তি বিক্রির ছয় লাখ টাকা আত্মসাৎ করতে খুনের চক্রান্ত বলে দাবি প্রতিবেশীদের । প্রতিবেশী মলয় দাস বলেন, ‘‘নাতিকে নিয়ে একা থাকতেন বৃদ্ধা । বনিবনা না হওয়ায় নাতবউ সুস্মিতা সিংহ বাবার বাড়িতে থাকতেন । প্রতিবেশীদের মধ্যস্থতায় হোলির পর থেকে সুস্মিতা স্বামীর সঙ্গে থাকতে শুরু করেন । আজ সকালে বৃদ্ধার নাতি প্রতিবেশীদের জানান ঠাকুমা মারা গেছেন ৷ সন্দেহ জাগে তাঁদের মনে ৷ তাঁরা পুলিশে খবর দেন ৷’’ প্রতিবেশীরা আরও জানিয়েছেন একদিন আগেই অঞ্জলি সিংহ নলহাটিতে ছয় লাখ টাকার একটি সম্পত্তি বিক্রি করেছেন । সেই টাকা বাড়িতেই রাখা ছিল । কিন্তু তদন্তে এসে পুলিশ সেই টাকার হদিস পায়নি ।

ঠাকুমাকে খুনের অভিযোগে ধৃত নাতি

অনুমান করা হচ্ছে টাকা নিয়েই বেপাত্তা হয়েছেন সুস্মিতা সিংহ । এদিন ঘর থেকে দেহ উদ্ধার হতেই এই খুনের চক্রান্তে নাম জড়িয়েছে বৃদ্ধার নাতি শানু সিংহ ও নাতবউ সুস্মিতা সিংহের নামে । শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই অনুমান পুলিশের । রাত থেকেই নিরুদ্দেশ সুস্মিতা সিংহ । বন্ধ তার মোবাইল ফোন । পুলিশ অপর অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details