পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দৌলতাবাদে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীসহ 2 - Gold merchant shot

দুস্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে জখম এক স্বর্ণ ব্যবসায়ী সহ দুই । ছিনতায়ের উদ্দেশে ওই ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা ৷ দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকার ঘটনা । মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে জখম ব্যবসায়ীকে ৷

p
ছবি

By

Published : Jan 20, 2020, 2:06 PM IST

দৌলতাবাদ, 20 জানুয়ারি : দুষ্কৃতীদের গুলিতে জখম এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ভাইপো । ছিনতায়ের উদ্দেশে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ৷ ঘটনাটি দৌলতাবাদ থানার বালিরঘাট এলাকার । তাঁদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন ৷

বহরমপুরের খাগড়ার বাসিন্দা উৎপল সেন (44) ৷ তাঁর সোনার দোকান রয়েছে দৌলতাবাদে । রবিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভাইপো সৌরভ সেনকে (32) নিয়ে মোটরবাইকে বহরমপুর ফিরছিলেন তাঁরা । ফেরার পথে বালিরঘাট পালপাড়ায় তিনজন দুষ্কৃতী পিস্তল দেখিয়ে তাঁদের থামতে বলে । বিপদের আশঙ্কা অনুভব করে উৎপলবাবু গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন । তখনই মুখঢাকা তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন গুলি চালায় । দুষ্কৃতীরদের ছোড়া গুলি গিয়ে লাগে বাইকের পিছনে বসে থাকা সৌরভ সেনের পেটে । তিনি বাইক থেকে পড়ে গেলে চালকও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ।

গুলির শব্দ শুনে স্থানীয়রা আসতেই দুষ্কৃতীরা চম্পট দেয় । স্থানীয়রা জখম দু'জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় । সেখানেই চিকিৎসা চলছে সৌরভ সেনের । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে উৎপলবাবুকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details