পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Biscuit Recovered: লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ - Gold Biscuit

গতকাল রাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে লক্ষাধিক টাকার সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ (BSF) জওয়ান ৷

Gold Biscuit Recovered
সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করল বিএসএফ

By

Published : Mar 17, 2023, 6:49 PM IST

জঙ্গিপুর, 17 মার্চ: বিএসএফ জওয়ান ভারত-বাংলাদেশ সীমান্তে 33.50 লক্ষ টাকার বেশি মূল্যের সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন 115 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বয়রাঘাট আন্তর্জাতিক সীমান্তে 583.2 গ্রাম ওজনের পাঁচটি সোনার বিস্কুট-সহ এক চোরাকারবারীকে আটক করেছে (Gold Smuggling in Jangipur)। আটক সোনার মোট মূল্য 33 লক্ষ 57 হাজার 575 টাকা।

গতকাল রাতে কর্তব্যরত জওয়ানরা খবর পান যে এক চোরাকারবারী মোটরসাইকেলে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে চলেছে।চোরাকারবারী কাছাকাছি এলে সন্দেহজনক কার্যকলাপ দেখে জওয়ানরা তাকে থামিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কোমরে থাকা লুঙ্গির গিঁটে কালো টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। তাতে পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার হয়। জওয়ানরা সঙ্গে সঙ্গে তাকে বাইক-সহ আটক করে। চোরাকারবারী বাংলাদেশ থেকে সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর নাম আলমগির শেখ। জঙ্গিপুর মহকুমা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, সে সোনার বিস্কুটগুলো বাংলাদেশি চোরাকারবারী জহিরুল শেখের কাছ থেকে সংগ্রহ করেছিল। জহিরুলের বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ। সোনার বিস্কুটগুলি মুর্শিদাবাদের চোরাকারবারি সাহাব্বুর শেখ ও হারুন শেখের কাছে হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য তার 1 হাজার 500 টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু চোরাচালানের আগেই বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে। ধৃত পাচারকারীকে সোনার বিস্কুট-সহ কাস্টম অফিস, জঙ্গিপুরে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:সীমান্তে বাজেয়াপ্ত 87 লাখ টাকার সোনার বিস্কুট

দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী সীমান্তে বসবাসকারী লোকেদের বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419-তে যোগাযোগ করে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য প্রদানের আহ্বান জানিয়েছেন। এছাড়া বিএসএফের পক্ষ থেকে 9903472227 দেওয়া হয়েছে যাতে সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানো যাবে। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে বিএসএফ।

ABOUT THE AUTHOR

...view details