সামশেরগঞ্জ, 30 অগস্ট:সোমবার রাতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের (India-Bangladesh Border) ছাপঘাটি বিওপি এলাকায় 115 ব্যাটেলিয়নের জোয়ানরা এক এদেশীয় চোরাকারবারীকে গ্রেফতার করেছে (One Accused Arrested on Gold Biscuits Recover) ৷ তার কাছ থেকে 6টি সোনার বিস্কুট যার ওজন প্রায় 699.47 গ্রাম ৷ ভারতের বাজারে এই বাজেয়াপ্ত সোনার বিস্কুটের দাম 36 লাখ, 37 হাজার 744 টাকা।
গোপন সূত্রে খবর পেয়ে 115 ব্যাটেলিয়নের (115 Battalion) জোয়ানরা এদিন ওই এলাকায় হানা দেয় ৷ তাতেই ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত পাচারকারীর নাম শামীম শেখ। পাচারকারী মুর্শিদাবাদের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চোরাকারবারী শামীম শেখ জানায়, এক বাংলাদেশি চোরাকারবারী ওবাই শেখ একটি কালো ব্যাগের মধ্যে এসব বিস্কুট রেখে তাকে দিয়েছিল।