বহরমপুর, 5 এপ্রিল : কোটি টাকার সোনা ও হিরার গয়না উদ্ধার করল পুলিশ (Gold And Diamond Recovery) ৷ এর পাশাপাশি গ্রেফতার হয়েছে তিনজন ৷ দশ দিনে কোটি টাকার সোনা ও হিরে চুরির কিনারা করল মুর্শিদাবাদ পুলিশ। 45 লাখ টাকার গয়না-সহ চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়ছে, ধৃতদের নাম হাবিব শেখ, সুরজ ইসলাম ও মাসুদ রেজা মণ্ডল। তিনজনই নওদা থানা এলাকার বাসন্দা। দক্ষিণ ভারতের এক অলঙ্কার নির্মাতার কলকাতা এজেন্টকে ট্র্যাপে ফেলে প্রায় কোটি টাকার সোনা ও হিরে হাতিয়ে নেয় ওই দুষ্কৃতীরা। স্বর্ণ ডিলারদের সোনা কেনার নাম করেই ব্যবসায়ী সেজে ডেকে আনা হয়।
গত 23 মার্চ হরিহরপাড়া থেকে 200 পিস সোনার গয়না ও 170 পিস হিরে হাতিয়ে নেয় ধৃতরা। যার আনুমানিক মূল্য 1 কোটি টাকা। পুলিশ তদন্তে নেমে গতকাল লালবাগ এলাকা থেকে গ্রেফতার করে এই ঘটনার মূল মাথা হাবিব শেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু গয়না। হাবিবকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে 81 পিস সোনা ও 120 পিস হিরে। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া অলঙ্কারের মূল্য প্রায় 45 লাখ টাকা।
45 লাখ টাকার গয়না-সহ চুরির ঘটনায় গ্রেফতার তিন এদিনের সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, "ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন আদালতে তোলা হচ্ছে। পুলিশি হেফাজতে নেওয়ার পর বাকি গয়না ও এরসঙ্গে আরও যারা জড়িত সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷"
আরও পড়ুন :দাবি মতো টাকা অমিল, বৃহন্নলাদের হাতে আক্রান্ত দুই ট্রেন যাত্রী