পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir Chowdhury: নিজের খাসতালুকে বিক্ষোভের মুখে অধীর, উঠল গো-ব্যাক স্লোগান - মুর্শিদাবাদ

নিজের জেলায় তীব্র বিক্ষোভের মুখে পড়তে হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ৷ তাঁকে দেখানো হল কালো পতাকা ৷ উঠল গো-ব্যাক স্লোগান ৷

go back slogan to Adhir Ranjan Chowdhury at murshidabad
নিজের খাসতালুকে বিক্ষোভের মুখে অধীর, উঠল গো-ব্যাক স্লোগান

By

Published : Sep 3, 2021, 4:51 PM IST

বহরমপুর, 3 সেপ্টেম্বর: নিজের খাসতালুকে এই প্রথম কালো পতাকার সামনে পড়তে হল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকে । পাশাপাশি শাসকদলের কর্মীরা অধীর চৌধুরীকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিয়ে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান । কংগ্রেস নেতার নিরাপত্তারক্ষী-সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় । রাজ্যে সন্ত্রাস বন্ধ হয়নি বলে অভিযোগ করে অধীর জানিয়েছেন, তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছেন ৷

রানিনগরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির গাড়িতে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় গাড়ির চালকের । এই ঘটনায় কংগ্রেস কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের । আবার কংগ্রেসের অভিযোগ, গতকাল গোধনপাড়ায় 3 জন কংগ্রেস কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অবাধে লুঠপাট ও ভাঙচুর চালায় । প্রায় পাঁচ ঘণ্টা ধরে লুঠপাট চালানো হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ অধীর চৌধুরীর । অধীরের অভিযোগ, "তৃণমূল তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এলেও সন্ত্রাস বন্ধ হয়নি । পুরো বিষয়টি দেখার জন্য আমি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছি । আবারও এই নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই ।"

আরও পড়ুন:Babies Out From Jail: প্যারোলে মুক্ত সাজাপ্রাপ্ত বাবা-মা, প্রথম জেলের বাইরে যমজ শিশু

আজ গোধনপাড়ায় ক্ষতিগ্রস্ত কংগ্রেস কর্মীদের বাড়িতে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি । অধীর চৌধুরীর গাড়ি ঘিরে তাঁকে কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা । পাশাপাশি গো-ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখান কয়েকশো তৃণমূল সমর্থক । নিরাপত্তারক্ষী ও স্থানীয় পুলিশের হস্তক্ষেপে অধীর চৌধুরীর কনভয় কংগ্রেস কর্মীদের বাড়িতে পৌঁছতে পারে ।

আরও পড়ুন:Viswabharati : বিশ্বভারতীর সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি কলকাতা হাইকোর্টের

অধীরের চিঠি

নিজের জেলায় এই প্রথম বিক্ষোভের মুখে পড়তে হল অধীর চৌধুরীকে । এমনকী তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পরও তাঁকে কালো পতাকা দেখানোর বা গো ব্যাক স্লোগান দেওয়ার সাহস পাননি কেউ । এই নিয়ে জেলায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ।

আরও পড়ুন:TMC leader Killed : চাঁচলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পরকীয়া ?

ABOUT THE AUTHOR

...view details