পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়ঞায় শিশুকে ধর্ষণের অভিযোগ - গৃহশিক্ষক ধর্ষণ করলশিশুকে

মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই পলাতক সেই অভিযুক্ত শিক্ষক ৷ তার খোঁজে সন্ধান শুরু হয়েছে ৷

photo
প্রতিকী ছবি

By

Published : Dec 13, 2019, 3:18 PM IST

বড়ঞা (মুর্শিদাবাদ), 13 ডিসেম্বর : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার ঘটনা ৷ থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর মা ৷ বড়ঞা থানা সূত্রে খবর, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷ তার সন্ধান শুরু হয়েছে ৷

শিশুটির মা জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের কন্যা সন্তান পাড়ারই যুবক তীর্থ বায়েনের বাড়িতে টিউশন পড়তে যেত ৷ কয়েকদিন আগে থেকে তাঁর মেয়ে আর তীর্থর কাছে পড়তে যেতে চাইছিল না ৷ সন্দেহ হওয়ায় মেয়েকে সব জিজ্ঞেস করেন তিনি ৷ তখন ওই শিশুকন্যা সব কথা খুলে বলে ৷ গতকাল মেয়েকে কান্দি হাসপাতালে নিয়ে আসেন ৷ চিকিৎসকদের পরামর্শ মেনে তীর্থ বায়েনের নামে বড়ঞা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন ৷ গতকাল থেকে কান্দি মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশু ৷

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তীর্থ বায়েন একজন প্রতিবন্ধী ৷ সে বাড়িতেই টিউশন পড়াত ৷ অভিযোগ দায়েরের পর থেকে তীর্থ ও তার বাড়ির লোকজন পলাতক ৷ শিশুটির মা তীর্থর সাজার দাবি তুলেছেন ৷ তিনি বলেন, "মেয়ে তীর্থর কাছে প্রাইভেট পড়তে যেত ৷ সেই সুযোগে তীর্থ এই কুকর্ম করেছে ৷ ওর সাজা হওয়া দরকার ৷ আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details