সুতি, 20 জানুয়ারি : গাড়ির ডিকিতে লুকানো ছিল বিপুল পরিমাণে প্যাকেটজাত গাঁজা । ঘটনায় গ্রেপ্তার 3 পাচারকারী, বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি । গতরাতে মুর্শিদাবাদের মানিকচক এলাকা থেকে 3 পাচারকারী সহ প্রায় পাঁচ লাখ টাকার গাঁজা উদ্ধার হয়েছে । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও সুতি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে 54 কেজি গাঁজা উদ্ধার করে ।
ধৃতদের নাম মিঠুন মজুমদার, সুরজিৎ চক্রবর্তী, বিক্রম মল্লিক । তিনজনই কলকাতার নিমতা বাজার এলাকার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা আসলে মণিপুরি গাঁজা । উত্তরবঙ্গ থেকে ওই গাঁজা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল । আগে থেকেই কলকাতা পুলিশের কাছে খবর ছিল বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে কলকাতায় ।