মুর্শিদাবাদ, 14 অক্টোবর : এক সপ্তাহ কাটতে না কাটতে মুর্শিদাবাদে ফের গাঁজা উদ্ধার হল ৷ আজ মুর্শিদাবাদের গুধিয়া বকুলতলা মোড় থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা । যার আনুমানিক বাজারমূল্য 10 লাখ টাকা ৷ সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আজ আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
ধৃতদের নাম বাবুলাল শেখ ও হাবিবুর শেখ ৷ বাবুলাল লালগোলার বাসিন্দা ৷ হাবিবুর ভগবানগোলা থানার কানাপুকুরের বাসিন্দা ৷ আজ সাদা পোশাকে আগেই বকুলতলায় জাল বিছিয়ে ছিল পুলিশ ৷ বস্তাবোঝাই একটি মোটর বাইক আসতেই পুলিশ তা ঘিরে ফেলে ৷