পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে উদ্ধার 40 কেজি গাঁজা, গ্রেপ্তার 2 - ganja recovered in murshidabad

মুর্শিদাবাদে ফের গাঁজা উদ্ধার ৷ প্রায় 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷ গ্রেপ্তার হয় 2 মাদক পাচারকারী ৷

ganja-recovered-and-drug-trafficker
40 কেজি গাঁজা উদ্ধার

By

Published : Oct 14, 2020, 8:36 PM IST

মুর্শিদাবাদ, 14 অক্টোবর : এক সপ্তাহ কাটতে না কাটতে মুর্শিদাবাদে ফের গাঁজা উদ্ধার হল ৷ আজ মুর্শিদাবাদের গুধিয়া বকুলতলা মোড় থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা । যার আনুমানিক বাজারমূল্য 10 লাখ টাকা ৷ সঙ্গে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আজ আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ধৃতদের নাম বাবুলাল শেখ ও হাবিবুর শেখ ৷ বাবুলাল লালগোলার বাসিন্দা ৷ হাবিবুর ভগবানগোলা থানার কানাপুকুরের বাসিন্দা ৷ আজ সাদা পোশাকে আগেই বকুলতলায় জাল বিছিয়ে ছিল পুলিশ ৷ বস্তাবোঝাই একটি মোটর বাইক আসতেই পুলিশ তা ঘিরে ফেলে ৷

বস্তা থেকে প্যাকেটজাত প্রায় 40 কেজি গাঁজা উদ্ধার হয় ৷ ওই বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশে পাচার করা হত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ৷ তবে বকুলতলায় গাঁজার বস্তা কাকে দেওয়া হত উদ্ধার করতে পারেনি পুলিশ ৷ মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷

এর আগে শক্তিপুর থানার নগর ব্রিজ থেকে 26 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ওই বিপুল পরিমাণ গাঁজা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details