পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে 45 কেজি গাঁজাসহ গ্রেপ্তার 3 - মুর্শিদাবাদ

সুতি থানার পুলিশ মঙ্গলবার রাতে উদ্ধার করে 45 কেজি গাঁজা । গ্রেপ্তার 3 । ধৃতদের 7 দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ।

ganja recovered in murshidabad
৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার 3

By

Published : Feb 26, 2020, 9:12 PM IST

মুর্শিদাবাদ, 26 ফেব্রুয়ারি: 45 কেজি গাঁজা সহ গ্রেপ্তার 3 । মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার বংশবাটি মোড় এলাকার ঘটনা । ধৃতদের নাম মুকুল বিশ্বাস, বাগার মোল্লা এবং গোলাম মোর্তাজা । ধৃতদের 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিল জঙ্গিপুর আদালত ।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বংশবটি এলাকায় সুতি থানার পুলিশ অভিযান চালায় । সেখানে সন্দেহজনকভাবে 3 জনকে ঘোরাফেরা করতে দেখে । তাদের কাছে 3টি ব্যাগ থাকায় সন্দেহ আরও বেড়ে যায় পুলিশের । হাতেনাতে ধরে ফেলে পুলিশ । সঙ্গে ব্যাগ ভরতি গাঁজা উদ্ধার হয় ।

পুলিশ সূত্রে জানা যায়, মুকুল বিশ্বাস জলঙ্গির বাসিন্দা এবং বাগার মোল্লা ও গোলাম মোর্তাজা উভয়েই ডোমকলের বাসিন্দা । ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় । তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ । কোথা থেকে এই সমস্ত গাঁজা পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ, আজকের সাংবাদিক বৈঠকে জানালেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী ।

ABOUT THE AUTHOR

...view details