পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কান্দিতে দু'টি গাড়ি থেকে 150 কেজি গাঁজা উদ্ধার, আটক 8 - গাঁজা

কান্দি থানার মনোহরপুর এলাকায় 2টি গাড়ি থেকে উদ্ধার 150 কেজি গাঁজা । ঘটনায় 8 জনকে আটক করেছে কান্দি থানার পুলিশ ।

কান্দিতে উদ্ধার গাঁজা

By

Published : Nov 25, 2019, 5:52 PM IST

Updated : Nov 25, 2019, 7:02 PM IST

কান্দি, 25 নভেম্বর : ফের গাঁজা উদ্ধার মুর্শিদাবাদে । কান্দি থানার মনোহরপুর এলাকায় দু'টি গাড়ি থেকে উদ্ধার হল 150 কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে কান্দি থানার মনোহরপুর এলাকায় দু'টি গাড়িকে আটক করেন কান্দি থানার পুলিশ । গাড়ি দু'টি থেকে প্রায় 150 কেজি গাঁজা উদ্ধার হয় । পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে । তাদের মধ্যে 7 জনের বাড়ি জলঙ্গি থানা এলাকায় ৷ বাকি এক জনের বাড়ি নদিয়ার গোপালবেরিয়ায় ।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সরিফিল ইসলাম (সাহেব নগর), শেখ বাদসা হিটলার (সাহেব নগর), তৌসিক জাদদারি (সাহেব নগর), সজিবুর রহমান (সাহেব নগর), সাহরিয়া রোকন (ধনিরামপুর), আবদুলা আল মামদ (নোটিয়াল ঘোষ পাড়া), আয়নাল বিশ্বাস (দুর্লভ পাড়া), ফারুক মণ্ডল (গোপালবেরিয়া, নদিয়া) । ধৃতরা ওড়িশা থেকে গাঁজা আনছিল ৷ কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর দিয়ে ওই গাঁজা জলঙ্গি নিয়ে যাওয়া হচ্ছিল ৷

আজ ধৃতদের কান্দি কোর্টে তোলা হয় ৷ তাদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের তরফে ৷ আদালত সেই আবেদন মঞ্জুর করে ৷ তাদের 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয় ৷

Last Updated : Nov 25, 2019, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details