পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ষায় নদী গিলল BOP ক্যাম্প, চাষের জমি ; আতঙ্ক সামসেরগঞ্জে - গঙ্গায় তলিয়েছে BOP ক্যাম্পসহ কিছু বাড়ি-জমি

রাতের আঁধারে গিলছে গঙ্গা ৷ গ্রামবাসীদের সহায়তায় বাঁচল চার জওয়ান ৷

ganga river erosion hits at samsherganj
ভরা বর্ষায় নদী গিলেছে BOP ক্যাম্পসহ কিছু বাড়ি-জমি

By

Published : Aug 14, 2020, 2:57 PM IST

সামশেরগঞ্জ, 14 অগাস্ট : ভরা বর্ষায় তলিয়ে যাচ্ছে জমি-বাড়ি ৷ গতকাল গভীর রাতে গঙ্গার ভাঙনে তলিয়ে যায় BSF-র একটি BOP ক্যাম্পসহ বাড়ি ও চাষের জমি ৷ তলিয়ে যায় একটি রাইফেলও ৷ গ্রামবাসীর সাহায্যে কোনওরকমে প্রাণে বাঁচেন চার জওয়ান ৷ ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে প্রায় হাজার খানেক মানুষ ৷ বিপজ্জনক অবস্থায় বাড়ির আসবাবপত্র সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে ভাঙন কবলিত দুর্গতরা ৷ সামশেরগঞ্জ থানার ধানঘড়া এলাকার ঘটনা ৷

প্রশাসন ও জনপ্রতিনিধিদের কেউ ঘটনাস্থানে না আসায় ক্ষোভের সৃষ্টি হয়েছে দুর্গতদের মধ্যে ৷ আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছে গঙ্গাপাড়ের বাসিন্দারা ৷ প্রবল খরস্রোতায় তলিয়ে গেছে মাছ ধরার 30টি নৌকা ৷ তাই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য ইট ও আসবাবপত্র সরিয়ে নিয়ে যেতে শুরু করেছে ৷

দুর্গতরা জানিয়েছে, সরকারের কোনও প্রতিনিধি বা জনপ্রতিনিধি খবর নিতে আসেনি ৷ কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না ৷ সারা রাত তারা জেগে রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details