বেলডাঙা, 26 মে : সম্পত্তির লোভে ছেলে-মেয়েকে খুন করার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল এলাকায় (Father kills son and daughter) ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার মহুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুলিন্দা গ্রামে । মৃত দুই কিশোর-কিশোরীর নাম আলিম শেখ ও রিনা খাতুন । অভিযুক্ত খোদাবক্স শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খোদাবক্স শেখের তিনটে বিয়ে। জুয়া-সহ একাধিক নেশার জন্য় বিষয় সম্পত্তি সব বিক্রি করতে বাধ্য হয়েছে । বাবা তার দুই ছেলে মেয়েকে কিছু সম্পত্তি লিখে দিয়েছিল। খোদাবক্সকে বাড়ি দানপত্র হিসাবে লিখে দিয়েছিলেন । সেই বাড়িও বিক্রি করে দিয়েছিল খোদাবক্স । এখন ছেলে মেয়ের নামে দাদুর লিখে দেওয়া সম্পত্তি হাতাতে চেষ্টা চালাচ্ছিল খোদাবক্স । দুই নাতি-নাতনিকে নিজের কাছেই রাখতেন দাদু । তাদেরকে বাবার বাড়ি থেকে জোর করে নিয়ে আসে অভিযুক্ত । খোদাবক্সের নামে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তার বাবা ।