পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে মুর্শিদাবাদ দুই পুলিশ জেলা

মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে । এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জেলাকে দুটি পুলিশ জেলায় ভাঙা হল ৷

SP office
পুলিশ সুপারের অফিস

By

Published : Jan 1, 2020, 7:20 AM IST

বহরমপুর, 1 জানুয়ারি : মুর্শিদাবাদকে ভেঙে দুটি পুলিশ জেলা করা হল ৷ একটি মুর্শিদাবাদ সদর পুলিশ জেলা ৷ অন্যটি জঙ্গিপুর পুলিশ জেলা ৷ আজ থেকে এই দুই পুলিশ জেলার দায়িত্ব নেবেন দুই পুলিশ সুপার ৷

জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার হলেন অভিষেক গুপ্ত ৷ একজন অতিরিক্ত পুলিশ সুপারও নিয়োগ করা হচ্ছে ৷ এই পুলিশ জেলার মধ্যে থাকছে জঙ্গিপুর মহকুমা ৷ আর মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্ব পেয়েছেন অজিত সিং যাদব ৷ তাঁকে সাহায্য করার জন্য থাকবেন দু'জন অতিরিক্ত পুলিশ সুপার ৷ এই পুলিশ জেলার মধ্যে বাকি চার মহকুমা বহরমপুর, কান্দি, ডোমকল ও লালবাগ রয়েছে । বর্তমান জেলা পুলিশ সুপার মুকেশ কুমার পদোন্নতি পেয়ে নদিয়া-মুর্শিদাবাদ রেঞ্জের DIG হলেন ৷ আর DIG হিসেবে জেলার তদারকির দায়িত্বে থাকবেন ৷

এই সংক্রান্ত খবর : রাজ্যজুড়ে পুলিশে রদবদল, আসানসোল-দুর্গাপুরে নতুন পুলিশ কমিশনার


মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে । এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও জেলাকে দুটি পুলিশ জেলায় ভাঙা হল ৷ প্রশাসনিক মহলের একাংশ বলছে, মুর্শিদাবাদ জেলাকে ভাগের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পুলিশ জেলা ভাগের মাধ্যমে ৷

ABOUT THE AUTHOR

...view details