ডোমকল, 26 জুলাই : হোটেল, রেঁস্তরা, শপিংমল, রেলস্টেশন-সহ বহু সরকারি ও বেসরকারি অফিসে ফ্রি ওয়াইফাই জোনের কথা শোনা যায় । কিন্তু চায়ের দোকানে ওয়াইফাই ! তাও আবার মফস্বলের অনামি কোনও চায়ের দোকানে ?
হ্যাঁ, এরকম দোকানে চা খেতে চাইলে আপনাকে আসতে হবে ডোমকল থানার ঘোড়ামারা এলাকায় ৷ এখানেই অখ্যাত এক তরুণ চা ব্যবসায়ী নিজের চা দোকানে ফ্রি ওয়াইফাই জোন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন । আর ফ্রি ওয়াইফাই মেলায় রাত পর্যন্ত দোকানে উপচে পড়ছে যুবক-যুবতীদের ভিড় । চা ব্যবসায়ীর দাবি, এখন নেট দুনিয়ার রমরমা । তাই ওয়াইফাই ফ্রি দেওয়ায় ভিড় যেমন বাড়ছে, তেমন বাড়ছে খরিদ্দারও । ওরাও খুশি । আমিও খুশি ।
একটু বেশি রোজগারের জন্য চায়ের দোকানেও খরিদ্দার টানার প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় বহুদিন আগেই ডোমকলের অধিকাংশ দোকানে লাগানো হয়েছে রঙিন টিভি । পরে তাতে কেবল লাইন জুড়ে টিভি চালিয়ে খরিদ্দারদের মন জুগিয়েছেন চা ব্যবসায়ীরা । ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ডোমকল এলাকার যে দোকানে বাংলাদেশের সিনেমা চলে সেই দোকানে ভিড় উপচে পড়ে । তবে এখন মোবাইলের বাড়বাড়ন্তে টিভি আর সেরকম খরিদ্দার টানতে পারছে না । তাই চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময়ও অ্যানড্রয়েড ফোনে আঙুল থাকে প্রত্যেকের ।