ফরাক্কা, 1 জুন : মৃত্যুর পরোয়া না করে উত্তাল নদীতে ঝাঁপিয়ে ডুবন্ত গাড়ির গেট খুলে কোনওরকমে চালকের প্রাণ বাঁচান ফরাক্কার চার যুবক (Car Driver life Saved) । তারপর থেকে এলাকাবাসীর কাছে 'হিরো' হয়ে উঠেছেন ওই চার যুবক ৷ নাম প্রসেনজিৎ হালদার, জয়চাঁদ দাস, রাজু হালদার ও গণা হালদার ৷ এই চারজনকে সংবর্ধনা দিলেন ফরাক্কা থানার পুলিশ । আর্থিক সাহায্য তুলে দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম । ফরাক্কা থানায় ডেকে ওই চারজনকে সংবর্ধনা দেওয়া হয়। সেসময় উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও আসিম খান, বিধায়ক মনিরুল ইসলাম, আইসি দেবব্রত চক্রবর্তী-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ।
সোমবার ফরাক্কা থানার দুই নম্বর কলোনি সংলগ্ন নেপাল মন্দির থেকে ফিল্ড হোস্টেল যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ফিডার ক্যানেলের জলে তলিয়ে যায় । গাড়িটি জলে ডুবতে দেখে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় কয়েকজন যুবক । কার্যত জীবন বাজি রেখে তলিয়ে যাওয়া গাড়ি থেকে চালককে উদ্ধার করেন তাঁরা । এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান-সহ প্রশাসনিক কর্মকর্তারা । এইরকম তৎপরতা ও প্রাণ বাজি রেখে চালককে উদ্ধারের বিষয়টি নজরে আসে প্রশাসনের কর্তাদের ।