আজিমগঞ্জ, 8 জুন : রবিবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ জংশনে ঢুকল এগারোটি শ্রমিক স্পেশাল । বিভিন্ন রাজ্য থেকে প্রায় চার হাজার পরিযায়ী শ্রমিক গতকাল মুর্শিদাবাদে ফেরেন ।
আজিমগঞ্জ স্টেশনে প্রশাসনের পাশাপাশি জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে খাবার তুলে দেওয়া হয়। একদিনে চার হাজার পরিযায়ী শ্রমিক জেলায় ঢোকায় আতঙ্কে রয়েছেন অনেকেই ।
মুর্শিদাবাদ জেলায় কোরোনা সংক্রমণের জন্য কাঠগড়ায় তোলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের । প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় 90 শতাংশ ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক।
পরিযায়ী শ্রমিকদের শুরুতেই জেলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হলে আক্রান্তের সংখ্যা এত বাড়ত না বলে দাবি করেছেন অধীর চৌধুরির। যাঁরা আজিমগঞ্জ জংশনে নেমে বাড়ি ফিরলেন তাঁদের এখনও কোনও শারীরিক পরীক্ষা করা হয়নি ।