বহরমপুর, 11 মে : ভিনরাজ্য থেকে ফেরা তিন শ্রমিকসহ মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত চারজন । বাকি একজন স্বাস্থ্যকর্মী। 6 তারিখ তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয় । গতকাল রিপোর্ট আসে । তাঁদের চারজনেরই কোরোনা পজ়িটিভ এসেছে । চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মাতৃসদন হাসপাতালে ।
এবার মুর্শিদাবাদ, কোরোনায় আক্রান্ত 4 - corona news updates
মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত ভিনরাজ্য থেকে আসা তিন শ্রমিক ও এক স্বাস্থ্যকর্মী । চিকিৎসা চলছে মাতৃসদন হাসপাতালে ।
3 তারিখে দিল্লি থেকে রাজ্যে ফিরেছিলেন ওই তিন শ্রমিক । জেলায় ঢোকার পর তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় । এরপর প্রত্যেককে মাতৃসদন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় । তাঁদের শরীরের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি ছিল । এরপরই কোরোনার অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তিনজনের সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতায় পরীক্ষার জন্য পাঠানো হয় । এদিকে, স্থানীয় এক স্বাস্থ্যকর্মীরও একই উপসর্গ থাকায় তাঁরও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল বিকেলে চারজনের রিপোর্ট আসে । যাতে কোরোনা পজ়িটিভ মেলে ।
মাতৃসদন হাসপাতালে এই চারজন বাদে আরও পাঁচজন কোরোনার উপসর্গ নিয়ে ভরতি রয়েছেন । তাঁদেরও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে । এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি । প্রসঙ্গত, রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও মুর্শিদাবাদে এতদিন এর সংক্রমণ নজরে আসেনি । একসঙ্গে চারজন কোরোনা আক্রান্তের খোঁজ মেলায় চিন্তায় জেলা স্বাস্থ্য বিভাগ ।