পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুস্থ হয়ে ওঠা 4 আক্রান্তকে ফুল, মিষ্টি দিয়ে সংবর্ধনা মাতৃসদনে - বহরমপুর মাতৃসদন

সুস্থ হয়ে উঠলেন বহরমপুর মাতৃসদনে চিকিৎসাধীন 4 কোরোনা আক্রান্ত। এদিন ফুল ও মিষ্টি প্যাকেটে "সংবর্ধনা" দিয়ে তাঁদের ছুটি দেওয়া হল। ঘটনায় হাসপাতালে খুশির হাওয়া।

4 corona patient recovered at baharampur
বহরমপুর

By

Published : May 16, 2020, 10:53 PM IST

বহরমপুর, 16 মে: ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে সুস্থ হয়ে ওঠা 4 কোরোনা আক্রান্তকে বিদায় জানাল হাসপাতাল। শনিবার বহরমপুর মাতৃসদন কোরোনা চিকিৎসাকেন্দ্র থেকে এই 4 জনকে ছুটি দেওয়া হয়। গত 10 মে একই দিন এক স্বাস্থ্য কর্মী সহ 4 জনের সোয়াবের নমুনা পরীক্ষায় কোরোনা পজ়িটিভ মেলে। সুস্থ হয়ে ওঠায় আজ তাঁদের কার্যত সংবর্ধনা দিয়ে বাড়ি ফেরাল হাসপাতাল। চিকিৎসার সাফল্যে হাসপাতালের চিকিৎসক মহলে খুশির হাওয়া।

বেশ কিছু দিন আগে কোরোনার উপসর্গ নিয়ে জেলার জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ভরতি হন 4 রোগী। যাঁদের একজন স্বাস্থ্যকর্মী। এরপর গত 6 মে তারিখে মহকুমা হাসপাতাল থেকে ওই 4 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদের 2 জনের বাড়ি সুতি থানার খানাবাড়ি এলকায়। এরা সম্পর্কে বাবা ও ছেলে। অন্য একজনের বাড়ি সুতি থানার মহিষাইল অঞ্চলে। এরা 3 জনই লকডাউনের মধ্যে দিল্লি থেকে ফেরেন। অপর একজন হলেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য কর্মী। এর মধ্যে 10 তারিখ নাগাদ তাঁদের সোয়াবের নমুনার রিপোর্ট আসে। দেখা যায় 4 জনই কোরোনা পজেটিভ। সে রিপোর্ট হাতে পাওয়ার পরেই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে রোগীদের বহরমপুর মাতৃসদন কোরোনা চিকিৎসাকেন্দ্র পাঠানো হয়। এরপর থেকে সেখানেই তাঁদের চিকিৎসা চলছিল। সম্প্রতি ফের ওই রোগীদের সোয়াবের নমূনা পরীক্ষা করা হয়। নতুন পরীক্ষায় 4 জনের রিপোর্টই কোরোনা নেগেটিভ আসে। এরপর আজ তাঁদের ছুটি দিল হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার রীতিমতো সংবর্ধনা দেওয়ার কায়দায় ছুটি দেওয়া হয় বহরমপুর মাতৃসদনের সুস্থ হয়ে ওঠা 4 রোগীকে। ঘরে ফেরার আগে তাঁদের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। রোগীদের সংবর্ধনা কেন?

মাতৃসদন হাসপাতাল কর্তৃপক্ষের উত্তর, এই ঘটনা আমাদের হাসপাতালের সাফল্য। 4 জন রোগী মারণ রোগ থেকে মুক্তি পাওয়ায় চিকিৎসক থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা সকলেই খুশি। তাই ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হল রোগীদের হাতে।

ABOUT THE AUTHOR

...view details