পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত আরও 4 - কোরোনা

মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 97 । এদিকে পরিযায়ী শ্রমিকরা ফেরার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত জেলা প্রশাসন ।

new corona cases
কোরোনা আক্রান্ত

By

Published : Jun 1, 2020, 9:38 PM IST

মুর্শিদাবাদ, 1 জুন : মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্ত হলেন আরও চারজন । আক্রান্তদের একজন রেজিনগর ও বাকি তিনজন বেলডাঙার বাসিন্দা । রেজিনগরের দাদপুরের ওই বাসিন্দা ইদের দিন দিল্লি থেকে ফিরেছেন । বাকি তিনজন মহারাষ্ট্রে থেকে ফেরেন । এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 97 ।

ভিনরাজ্য থেকে শ্রমিকরা ফিরতেই মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । গতকাল রাতে ও আজ সকালে মোট চারজনকে মাতৃসদন কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । চারজনই পরিযায়ী শ্রমিক।

অরেঞ্জ জ়োন মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে । আর পরিযায়ী শ্রমিকরা জেলায় ফেরার সঙ্গে সঙ্গে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত প্রশাসনও ।

ABOUT THE AUTHOR

...view details