পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে মুর্শিদাবাদের চার শ্রমিকের মৃত্যু - মুর্শিদাবাদ

মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে মৃত্যু হল চার পরিযায়ী শ্রমিকের ৷ তাঁদের বাড়ি মুর্শিদাবাদে ভরতপুর থানার গড্ডা এবং কোনাই খড়গ্রাম থানার আতাই গ্রামে ৷ শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে ৷ এদিন তাঁদের দেহ আনা হচ্ছে মুর্শিদাবাদে ৷

মুম্বইয়ে মৃত্যু মুর্শিদাবাদের চার শ্রমিকের
মুম্বইয়ে মৃত্যু মুর্শিদাবাদের চার শ্রমিকের

By

Published : Jul 25, 2021, 2:24 PM IST

Updated : Jul 25, 2021, 3:38 PM IST

বহরমপুর, 25 জুলাই : মুম্বইয়ে নির্মীয়মাণ বহুতলের লিফট ভেঙে মৃত্যু হল মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের । শনিবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুম্বইয়ের ওরয়ালি এলাকায় হনুমান গলিতে । মৃত চার পরিযায়ী শ্রমিকের নাম ভরত মণ্ডল (35), অভিনাথ দাস (32), লক্ষ্মণ মণ্ডল (35) ও চিন্ময় কোনাই (30) । প্রথম তিনজনের বাড়ি ভরতপুর থানার গড্ডা গ্রামে । চিন্ময় কোনাই খড়গ্রাম থানার আতাই গ্রামের বাসিন্দা । দুই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া । আজ মৃতদেহ ময়নাতদন্তের পর মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে কাজের খোঁজে গড্ডা ও আতাই থেকে সাতজন পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে ৷ সকলেই ওয়ারলি এলাকায় একটি বহুতলে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন । শনিবার বিকেল পাঁচটা নাগাদ লিফটে মাল তোলার সময় লিফটি চোদ্দতলা থেকে আচমকা ভেঙে পড়ে । ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের । মৃতদের মধ্যে চারজন মুর্শিদাবাদের বাসিন্দা, একজন মুম্বইয়ের বাসিন্দা । ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা-সহ তিনজন ।

শনিবার রাতেই মৃত্যুর খবর পৌঁছয় মুর্শিদাবাদে । এদিন মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে গিয়ে দেখা করেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । শোকার্ত চার পরিবারের হাতে 10 হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন ৷ আজ মুম্বই থেকে শ্রমিকদের দেহ নিয়ে আসা হচ্ছে মুর্শিদাবাদে ৷

এক সঙ্গে চার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফের আঙুল উঠেছে রাজ্য সরকারের দিকে । স্থানীয়দের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থান না থাকায় পরিযায়ী শ্রমিকদের এই পরিণতি ৷

আরও পড়ুন : কেষ্টপুরে আগুনে পুড়ল 20টির বেশি দোকান, দুই দমকল কর্মী-সহ আহত 5

Last Updated : Jul 25, 2021, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details