বহরমপুর, 24 জুন : জাতীয় স্তরে সর্বোচ্চ ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে মুর্শিদাবাদের চার কৃতি পদক জয় করে ঘরে ফিরল (India highest karate champion) । গত 16-19 জুন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিযোগিতার আসর বসেছিল মহারাষ্ট্রের পুনে ছত্রপতি শিবাজি স্পোর্টস কমপ্লেক্সে(India highest karate champion)। রণদীপ দাস কুমি (ফাইট) ও কাতা (স্যাডো ফাইট) বিভাগে রুপো ও ব্রঞ্জ পদক পেয়েছেন । অন্যদিকে দীপায়ন কুণ্ডু ও সুজয় মণ্ডল কাতা বিভাগে ব্রঞ্জ পদক পেয়েছেন । প্রত্যেকের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে ।
শুক্রবার বিকেলে প্রতিযোগীরা বহরমপুর কোর্ট স্টেশনে নামতেই জেলার গর্ব তিন ক্যারাটে চ্যাম্পিয়ানকে সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে । জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি সৈকত দাস বলেন, "একই বছরে চারটি পদক জয় আমাদের জেলার কাছে অত্যন্ত গর্বের । এই খবর আগামিদিনে অনুপ্রাণিত করে বাকিদের পথ দেখাবে । পরবর্তিতে প্রতিভাবানদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ।"