পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

India highest karate champion : ভারতের সর্বোচ্চ ক্যারাটে চ্যাম্পিয়নে চারটি পদক মুর্শিদাবাদে

16-19 জুন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিযোগিতার আসর বসে মহারাষ্ট্রের পুনে ছত্রপতি শিবাজি স্পোর্টস কমপ্লেক্সে (India highest karate champion) । ভারতের সর্বোচ্চ ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে পদক জয় করেন মুর্শিদাবাদের চার কৃতি ৷

India highest karate champion news
ক্যারাটে চ্যাম্পিয়নে চারটি পদক মুর্শিদাবাদে

By

Published : Jun 24, 2022, 9:53 PM IST

বহরমপুর, 24 জুন : জাতীয় স্তরে সর্বোচ্চ ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে মুর্শিদাবাদের চার কৃতি পদক জয় করে ঘরে ফিরল (India highest karate champion) । গত 16-19 জুন ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের উদ্যোগে প্রতিযোগিতার আসর বসেছিল মহারাষ্ট্রের পুনে ছত্রপতি শিবাজি স্পোর্টস কমপ্লেক্সে(India highest karate champion)। রণদীপ দাস কুমি (ফাইট) ও কাতা (স্যাডো ফাইট) বিভাগে রুপো ও ব্রঞ্জ পদক পেয়েছেন । অন্যদিকে দীপায়ন কুণ্ডু ও সুজয় মণ্ডল কাতা বিভাগে ব্রঞ্জ পদক পেয়েছেন । প্রত্যেকের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে ।

শুক্রবার বিকেলে প্রতিযোগীরা বহরমপুর কোর্ট স্টেশনে নামতেই জেলার গর্ব তিন ক্যারাটে চ্যাম্পিয়ানকে সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে । জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি সৈকত দাস বলেন, "একই বছরে চারটি পদক জয় আমাদের জেলার কাছে অত্যন্ত গর্বের । এই খবর আগামিদিনে অনুপ্রাণিত করে বাকিদের পথ দেখাবে । পরবর্তিতে প্রতিভাবানদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ।"

ক্যারাটে চ্যাম্পিয়নে চারটি পদক মুর্শিদাবাদে

আরও পড়ুন : ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে পদক আসায় খুশির হাওয়া কান্দিতে

গত 16 ও 17 জুন রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা হয়েছিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে । রাজ্য স্তরে মুর্শিদাবাদের সাতজন প্রতিযোগী চ্যাম্পিয়ান হয়ে জাতীয় স্তরে অংশ নিয়েছিলেন । জাতীয় স্তরে এটিই ভারতের সর্বোচ্চ ক্যারাটে চ্যাম্পিয়ানশিপ প্রতিযোগিতা । মুর্শিদাবাদের তিনজন প্রতিযোগী ভারতের সর্বোচ্চ ক্যারাটে চ্যাম্পিয়ানশিপের আসর থেকে ছিনিয়ে এনেছে একটি রুপো ও তিনটি ব্রঞ্জ । পদক জয় করে মুখে চওড়া হাসি নিয়েই চারজন ঘরে ফিরল শুক্রবার । বহরমপুর স্টেশনে নেমে সুজয় মণ্ডল বলেন, "ব্রোঞ্জ পেয়ে ভাল লাগছে । কিন্তু আমরা এখানে থেমে থাকতে চাই না । আরও কঠোর পরিশ্রম করে আগামী বছর জাতীয়স্তরে গোল্ড জিতে আন্তর্জাতিক আসরে নামতে চাই ৷"

ABOUT THE AUTHOR

...view details