বহরমপুর, 25 জুলাই:আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর থানা । নিমেষে হুড়োহুড়ি পড়ে যায় থানা চত্বরে । থানার দোতলায় বিস্ফোরণে এক পুলিশ কর্মী-সহ জখম হয়েছেন চারজন(Four injured in Blast at Berhampore Police Station) । আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
সোমবার দুপুরে একটা নাগাদ হঠাৎই বহরমপুর থানার মালখানাতে বিস্ফোরণ ঘটে । প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ব্যাটরি বিস্ফোরণ হয়েছে । দমকলকেও খবর দেওয়া হয় ।