সামশেরগঞ্জ, 15 মে: প্রচুর পরিমাণে তরল মাদকসহ চারজনকে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । উদ্ধারকৃত তরল মাদক নিষিদ্ধ ফেনসিডিল তৈরির কাঁচা মাল বলেই জানিয়েছে পুলিশ । গতরাতে সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মহেশটোলা ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ।
40 লিটার তরল মাদকসহ গ্রেপ্তার 4 - সামশেরগঞ্জ
চার মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সামশেরগঞ্জ থানার পুলিশ । তাদেরকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের পুলিশি হেপাজতের আবেদন করা হয়েছে ।
ধৃতদের নাম, নবাব শেখ, সামাউল আলম, আবু হেনা, আসমাউল শেখ । ধৃতদের মধ্যে নবাব শেখ ও আবু হেনার বাড়ি মালদার দেওনাপুর, সামাউলের বাড়ি জলঙ্গির সাহেবনগর ও আসমাউল শেখের বাড়ি সামশেরগঞ্জের লোহরপুর এলাকায় । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ তরল মাদক মালদা থেকে আনা হচ্ছিল । সেগুলি ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার করা হত ।
জলঙ্গি থানা এলাকায় ওই তরল মাদক সহযোগে তৈরি করা হত নিষিদ্ধ কাফ সিরাপ । পরে সেগুলি বাংলাদেশ পাচার করা হত । গোপন সূত্রে আগাম খবর পেয়ে পুলিশ চার মাদক কারবারিসহ 40 লিটার তরল মাদক উদ্ধার করে । তরল মাদক কারবারিদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখতে ধৃতদের পুলিশ হেপাজতের আবেদন করা হয়েছে ।