পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতিমায় আগুন লাগানো নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার 4 - ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার চার

মঙ্গলবার নওদার আলমপুরে একটি প্রতিমা পুড়ে যায় । মন্দির কমিটি জানায়, এটি নিছক দুর্ঘটনা । ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Murshidabad news
মন্দিরের ছবি

By

Published : Sep 3, 2020, 10:54 PM IST

মুর্শিদাবাদ, 3 সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার নওদা । একটি প্রতিমায় আগুন লেগে যায় । কিন্তু গুজব ছড়ায় ওই প্রতিমায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । এই গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ । তাদের বিরুদ্ধে সাইবার অপরাধ মামলা রুজু করা হয়েছে ।

পুলিশ ও মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এটি নিছক একটি দুর্ঘটনা । মন্দির কমিটির সম্পাদক শুকদেব বাজপেয়ী জানিয়েছেন, ধূপবাতি বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে আমরা মনে করছি । এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা করারও অভিযোগ উঠেছে । ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় রাজ্যের এক BJP সাংসদেরও নাম জড়িয়েছে ।

জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার বলেন, ওই BJP সাংসদের নামে টুইটার অ্যাকাউন্টটি আসল কি না সাইবার সেল খতিয়ে দেখছে। নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন :কুকুরের মাংস বিক্রির গুজব ছড়িয়ে গ্রেপ্তার 4

প্রসঙ্গত, মঙ্গলবার নওদার আলমপুরে একটি প্রতিমা পুড়ে যায় । সেই ছবি বিভিন্ন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় । এরপর এক BJP সাংসদের নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু মন্তব্য সামনে আসে । বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু করে পুলিশ ।

তদন্তে নেমে পুলিশ মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে কথা বলে । গুজব ছড়ানোর অভিযোগে হরিহরপাড়া থেকে দু'জন এবং বহরমপুর ও কান্দি থেকে একজন করে মোট চারজনকে গ্রেপ্তার করে পুলিশ । ওই BJP সাংসদের নামেও বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও সূত্রের খবর ।

যদিও বহরমপুর থানার IC সনত দাস BJP সাংসদের নামে অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি । দক্ষিণ মুর্শিদাবাদ জেলা BJP-র সভাপতি গৌরীশংকর ঘোষকে এ-বিষয়ে প্রশ্ন করায় তিনি বলেন, "আমিও শুনেছি । কিন্তু এখনও সঠিক কিছু জানি না । সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হলে তৃণমূলের অনেক নেতাকেই গ্রেপ্তার করা উচিত ছিল ।"

ABOUT THE AUTHOR

...view details