বহরমপুর, 3 নভেম্বর: মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে এক জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) হাত ধরে কংগ্রেসে (Congress) যোগ দিতে চলেছেন ফরওয়ার্ড ব্লকের (Forward Block) প্রাক্তন নেতা তথা প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি (Hafiz Alam Sairani) । একই সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে খবর । তবে জনসভায় যোগ দিতে সমর্থকদের রাস্তায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস । জেলার রানিনগর, ইসলামপুর-সহ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মহিলা কর্মীরা রাস্তা অবরোধ করে রেখেছে বলে অভিযোগ ।
গত 17 অক্টোবর কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে আগেই কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর । সেদিন সঙ্গেই ছিলেন কাকা হাফিজ আলম সাইরানি ৷ তবে তিনি সেদিন যোগ দেননি ৷
সেদিন থেকেই তাঁর যোগদানের জল্পনা চলছিল ৷ বৃহস্পতিবার সেটাই সত্যি হতে চলেছে৷ জানা গিয়েছে, গতকালই তিনি দলের বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন । হুগলি-সহ রাজ্যের বিভিন্ন জেলার বেশ কয়েকজন বিক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক কর্মীও এদিনের সভায় যোগ দিচ্ছেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর ।