পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kandi Goutam Roy Controversy : তিনি তৃণমূল না বিজেপি, জানা নেই কান্দির প্রাক্তন পৌরপ্রধানের ! - গৌতম রায়

বিজেপি ছেড়ে বিপাকে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায় (Goutam Roy) ও তাঁর দুই অনুগামী ৷ গত বুধবার তিনজনই মদন মিত্রের হাত ধরে ‘তৃণমূলে ফিরলেও’ মানতে নারাজ দলের জেলা নেতৃত্ব ! বিধানসভা ভোটের আগে তিনজনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷

former chairman of kandi municipality goutam roy in trouble after leaving bjp
Kandi Goutam Roy Controversy : তিনি তৃণমূল না বিজেপি, জানা নেই কান্দির প্রাক্তন পৌরপ্রধানের !

By

Published : Jan 16, 2022, 6:52 PM IST

কান্দি, 16 জানুয়ারি :বিজেপি না তৃণমূল, কোন দলে রয়েছেন তাঁরা ? প্রশ্ন শুনে ঢোঁক গিলতে হচ্ছে মুর্শিদাবাদের কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায় (Goutam Roy) ও তাঁর দুই অনুগামীকে ৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া হাওয়ায় গা ভাসিয়ে তিনজনই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ এরপর কান্দি থেকেই বিজেপির টিকিটে ভোটে লড়েন গৌতম ৷ তাতে শিকে ছেঁড়েনি ৷ 38 হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তাঁকে পরাজিত করেন তৃণমূলের অপূর্ব সরকার ওরফে ডেভিড ৷ এদিকে, শিয়রে পৌরভোট ৷ এই অবস্থায় গত বুধবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের হাত ধরে কলকাতার ভবানীপুর এলাকায় ‘তৃণমূলে ফেরেন’ গৌতম ও তাঁর দুই অনুগামী গুরুপ্রসাদ মুখোপাধ্যায় ও চন্দন হাজরা ৷ শেষের দু’জন এলাকার প্রাক্তন কাউন্সিলর ৷ অথচ এখন জেলা তৃণমূল নেতৃত্ব বলছে, ওই তিনজনের দলে ফেরা নিয়ে তাদের কিছুই জানা নেই !

আরও পড়ুন :Controversy over Amal Acharjee : তৃণমূলে ফিরতে চান অমল আচার্য, আপত্তি জানিয়ে পাল্টা চিঠি দলীয় বিধায়কদের

গোটা ঘটনায় বেজায় ফাঁপড়ে পড়েছেন দফায় দফায় দলবদলকারী তিন নেতা ৷ এখন তাঁরা তৃণমূলে আছেন না বিজেপিতে, নাকি কোনও দিকেই নেই, নিজেরাই সেটা বুঝে উঠতে পারছেন না ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় স্পষ্ট জানিয়ে দেন, ‘‘ওঁরা কোথায়, কীভাবে দলে যোগদান করেছেন জানি না ! আমাদের রাজ্য সভাপতিও কিছু জানেন না !’’ অন্যদিকে বিজেপি নেতা গৌরিশঙ্কর ঘোষ তিন দলবদলু নেতাকেই ‘সুবিধাবাদী’ বলে তোপ দেগেছেন ৷

বিপাকে তিন দলবদলু নেতা ৷

এমন অবস্থায় ঘোর বিপাকে পড়েও মুখে রা কাড়তে পারছেন না গৌতম রায় ৷ গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যাওয়ার সময় এমন পরিস্থিতির কথা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তিনি ৷ এখন তাঁর বক্তব্য, ‘‘আবেগের বশে, ভুল করতে বিজেপিতে গিয়েছিলাম ৷ কিন্তু, ওই দলে থাকলে মানুষের জন্য কাজ করা সম্ভব নয় ৷ মানুষের কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বেই করতে হবে ৷’’ আর সেই কারণেই শুধুমাত্র ‘মানুষের কাজ করতে’ তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নেন গৌতম, গুরুপ্রসাদ ও চন্দন ৷ যদিও এই মুহূর্তে নিজেদের রাজনৈতিক পরিচয় নিজেরাই জানেন না তাঁরা !

আরও পড়ুন :Indrani Mishra joins TMC : কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ আসানসোলের কংগ্রেস নেত্রী ইন্দ্রাণীর

এনিয়ে প্রশ্ন করলে কার্যত ব্য়ঙ্গের সুর শোনা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলায় ৷ তাঁর সাফ কথা, যাঁরা দু’দিন অন্তর নিজেদের অবস্থান বদল করেন, তাঁদের নিয়ে কোনও মন্তব্য করা যায় না ৷

ABOUT THE AUTHOR

...view details