মুর্শিদাবাদ, 4 মে: বহরমপুর কলেজ ছাত্রী খুনে ঘটনাস্থলে পৌঁছল ফিঙ্গারপ্রিন্ট ফরেন্সিক প্রতিনিধিরা ৷ বুধবার দুপুর নাগাদ ঘটনাস্থলে পৌঁছন তাঁরা ৷ 5 সদস্যের দল নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছেন ৷ সেই সঙ্গে সুশান্ত চৌধুরীকে 10 দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ জানিয়েছেন জেলা পুলিশ সুপার শবরী রাজকুমার (Berhampore College Student Murder) ৷
জানা গিয়েছে, কলেজ ছাত্রী সুতপাকে খুনের আগে রেইকি করেছিল অভিযুক্ত সুশান্ত চৌধুরী ৷ খুনের পর পালাবার পথ সহজ করতে বার দু’য়েক এলাকা রেকি করেছিল। এমনকী কোনও পথে পালাবে, সে রাস্তাও আগে থেকে ঠিক করে রেখেছিল। পাঁচিল টপকে পালাতে পাঁচিলের হাত দুয়েক অংশের পেরেক আগেই বেঁকিয়ে পালানোর রাস্তা সহজ করেছিল। শুধু তাই নয়, এলাকাবাসীকে ভয় দেখাতে সঙ্গে রেখেছিল নকল ডামি পিস্তলও । মিনিট পনেরো ধরে অপারেশন চালিয়ে পুর্ব পরিকল্পিত রাস্তা দিয়েই বেরিয়ে যায় সুশান্ত চৌধুরী। এমনই তথ্য উঠে এসেছে তদন্তে । স্থানীয় বাসিন্দারাও সেই কথাই বলছেন ।