পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Market Complex Demolished: আদালতের রায়ে অবৈধ, ভেঙে ফেলা হল 56 লক্ষ টাকার সরকারি নির্মাণ

অবৈধ সরকারি নির্মাণ আদালতের রায় মেনে ভেঙে ফেলা হল (Market Complex Demolished)৷ মুর্শিদাবাদের ভরতপুরে (Murshidabad News) 56 লক্ষ টাকার মার্কেট কমপ্লেক্স ভাঙা হল বৃহস্পতিবার ৷

following-court-order-rs-56-lakh-market-complex-demolished-in-murshidabad
আদালতের রায়ে অবৈধ, ভেঙে ফেলা হল 56 লক্ষ টাকার সরকারি নির্মাণ

By

Published : Dec 15, 2022, 2:49 PM IST

মুর্শিদাবাদ, 15 ডিসেম্বর:এক গৃহবধুর করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মুর্শিদাবাদ (Murshidabad News) জেলার ভরতপুর থানার সামনে সরকারি খরচে নির্মিত মার্কেট কমপ্লেক্স ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত । সেই নির্দেশ মেনে আজ বেলা 11টা থেকে শুরু হল 56 লক্ষ টাকা ব্যায়ে তৈরি নির্মাণ ভাঙার কাজ (Market Complex Demolished)। জেলা পূর্ত দফতরের আধিকারিকদের উপস্থিতিতে দুটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সমগ্র নির্মাণটি ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 2018 সালে রাজ্য সরকারের 'মাল্টি সেক্টর অল ডেভলপমেন্ট প্রোগ্রাম' (MSDP) প্রকল্পের আওতায় ভরতপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রাথমিকভাবে 44 লক্ষ টাকা অর্থ ব্যয়ে ওই শপিং কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল । পরবর্তীতে জানা যায়, জেলা পূর্ত দফতরের কোনও প্রকার অনুমোদন নেওয়া হয়নি ৷ অনুমোদন ছাড়াই দফতরের নিজস্ব জায়গায় ওই মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছে ।

2020 সালে ভরতপুরের এক গৃহবধূ ওই শপিং কমপ্লেক্সের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন । শপিং কমপ্লেক্সে মোট 38টি দোকান ছিল । ওই মামলা চলাকালীন কমপ্লেক্সের 7টি ঘর গত 22 অক্টোবর বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন । পরে আবার মামলা করা হয় কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, গোটা শপিং কমপ্লেক্সটিই ভেঙে দিতে হবে । সেই নির্দেশ মেনেই আজ ভেঙে ফেলা হল নির্মাণটি ৷

আরও পড়ুন:ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখল পুলিশ ও স্থানীয় প্রশাসন

ভরতপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত দায় চাপিয়েছেন জেলা পূর্ত দফতরের উপরে । পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাতের দাবি, জেলা পূর্ত দফতর আদালতকে বিভ্রান্ত করেছে । শপিং কমপ্লেক্স ভাঙার সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ওই এলাকায় বাড়তি সতর্কতা হিসেবে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে মোতায়েন করে রাখা হয় বিশাল পুলিশ বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details