পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগরদিঘিতে মাঝ নদী থেকে উদ্ধার 5000 লিটার দেশি মদ - সাগরদিঘিতে উদ্ধার দেশি মদ

সাগরদিঘি থানার পাটকেলডাঙা অঞ্চলে ভাগীরথী নদীর মাঝে এক চরে চলছিল দেশি মদ তৈরির কারখানা । গোপন সূত্রে তার খবর পেয়ে আজ সেখানে নৌকা করে হানা দেয় জঙ্গিপুর জেলা পুলিশের একটি দল । সেখানে চরের গুহা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচ হাজার লিটার মদ ও মদ তৈরির কাঁচা মাল ।

Murshidabad
মদ উদ্ধার

By

Published : Apr 25, 2020, 7:26 PM IST

সাগরদিঘি , 25 এপ্রিল : মাঝ নদীতে চলছিল দেশি মদ তৈরির কারবার । খবর পেয়ে হানা দেয় জঙ্গিপুর থানার পুলিশ ৷ সেখান থেকে উদ্ধার করে পাঁচ হাজার লিটার দেশি মদ । সাগরদিঘি থানা এলাকার ঘটনা ৷ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ৷

সাগরদিঘি থানার পাটকেলডাঙা অঞ্চলে ভাগীরথী নদীর মাঝে এক চরে চলছিল দেশি মদ তৈরির কারখানা । গোপন সূত্রে তার খবর পেয়ে আজ সেখানে হানা দেয় জঙ্গিপুর জেলা পুলিশের একটি দল । সেখানে চরের গুহা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচ হাজার লিটার মদ ও মদ তৈরির কাঁচা মাল । উদ্ধার করা হয়েছে মদ তৈরির প্রচুর সরঞ্জাম । যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেই জানিয়েছে পুলিশ । পুলিশ আসার আগেই সেখান থেকে নৌকা করে চম্পট দেয় দেশি মদের কারবারিরা ।

দেশজুড়ে চলছে লকডাউন । মদের ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার । এদিকে মদের চাহিদা দিনদিন বেড়েই চলেছে । দেশি মদ তৈরি রুখতে এলাকায় এলাকায় হানা দিচ্ছে পুলিশ । তাই পুলিশের নজর এড়াতে মাঝ নদীতে ছোটো চরে চলছিল মদ তৈরির কারবার ৷লকডাউনের মধ্যে নদীর চরে বেআইনি মদের কারবারের হদিস মেলায় চিন্তায় পুলিশ প্রশাসন । ওই মদের কারবারিদের খোঁজ চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details