রানিনগর, 25 জুন: পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রানিনগর । প্রায়দিনই রানিনগরে দু'পক্ষের লড়াই চলছে ৷ আহত হচ্ছেন দু'পক্ষের কর্মী সমর্থকেরা । এলাকায় মুড়ি মুড়কির মত চলছে বোমাবাজি । শনিবার রাতে তৃণমূলের একটি দলীয় সভা চলছিল । সেই সভায় হঠাৎ হামলা চালানোর অভিযোগ কংগ্রেস ও সিপিএমের কর্মীদের বিরুদ্ধে । ঘটনায় জখম হয়েছেন পাঁচ তৃণমূল কর্মী । রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীদের ডোমকল হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁরা সকলে হাসপাতালে চিকিৎসাধীন ।
তৃণমূল নেতা রেজাউল করিম দাবি করেন, শনিবার রাত সাড়ে 10টা নাগাদ দলের একটি নির্বাচনী সভা ও প্রচার চলছিল ৷ সেই সময় সিপিএমের এক নেতা যিনি আতাউর মাস্টার নামে পরিচিত তাঁর নেতৃত্বে গুন্ডাবাহিনীরা তাঁদের ওপর আক্রমণ চালায় । এমনকী তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ, ওই সিপিএম নেতা বেশ কিছু জনকে তাঁর বাড়ির ভিতর ঢুকিয়ে তাঁদের উপর আঘাত আনে । রেজাউল করিম বলেন, "আতাউর মাস্টারের নেতৃত্বে 1992 সালে 6 জন খুন হয়েছিলেন । তৃণমূলের জয় হবে এবং বিরোধী শূন্য থাকবে এমনটা মনে করে তিনি সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছেন । এমনকী তার সঙ্গে যোগ দিয়েছেন কংগ্রেসের হীরা মমতাজ বেগম । তাঁদের নেতৃত্বে জালাল উদ্দিন শেখ, লাল্টু শেখ, হাসিবুল শেখ, আমজাদ শেখ, আলি শেখ এরকম নানান সিপিএম এবং কংগ্রেসের হার্মাদবাহিনী তৃণমূলের ওপর হামলা চালায় ।"
আরও পড়ুন:মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, উড়ল গোয়ালের ছাদ