পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদের শোভাপুরঘাটে গ্রেপ্তার 5 পাচারকারী, আটক 40টি গোরু - angipur cow arrested

ফের ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার পাঁচ গোরু পাচারকারী । ধৃতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যেই । তাদের বাড়ি সামসেরগঞ্জ থানা এলাকায় ।

ধৃত পাঁচ পাচারকারী

By

Published : Aug 29, 2019, 10:56 PM IST

Updated : Aug 29, 2019, 11:08 PM IST

সামসেরগঞ্জ, 29 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার পাঁচ গোরু পাচারকারী । পুলিশ ও BSF যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ৷ আটক করা হয়েছে 40 টি গোরু । পুলিশ জানিয়েছে, শোভাপুরঘাট থেকে গ্রেপ্তারির ঘটনা ৷ ধৃতদের নাম আজাদ আলি, মোশারফ হোসেন, মন্তাজ আলি, মোশারফ হোসেন ও ইসমাইল শেখ । ধৃতদের আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ।

দেখুন ভিডিয়োয়

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় গোরু পাচারচক্র । নজরদারি বাড়িয়েও পাচারকারীরা কাঁটাতারের ওপারে গোরুপাচার করছে বলে অভিযোগ । পাচারচক্রে বারবার পুলিশি মদতেরও অভিযোগ উঠছে । দোষ কাটাতে BSF-এর সঙ্গে পুলিশ যৌথ অভিযানে নামে বলেই অনেকের অনুমান ।

এই যৌথ অভিযানে নেমে শোভাপুরঘাট থেকে পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া 40টি গোরু আটক করা হয় । ঘটনায় পাচার চক্রের জড়িত পাঁচজনকে গ্রেপ্তারও করা হয় । ধৃতদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যেই । তাদের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় । আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

Last Updated : Aug 29, 2019, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details