পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কান্দির ফলের বাজারে আগুন, পুড়ল 15 দোকান - fire news

গতকাল রাতে শর্টসার্কিট থেকে কান্দির ফলের বাজারে আগুন লাগে । পুড়ে যায় 15 টি দোকান । পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

fire in Kandi fruit market
কান্দিতে আগুন

By

Published : Apr 3, 2020, 9:51 AM IST

কান্দি, 3 এপ্রিল : মুর্শিদাবাদে ফলের বাজারে আগুন । পুড়ল 15টি দোকান । ঘটনাস্থানে দমকলের 1টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । শর্ট সার্কিট থেকেই আগুন বলে তাদের প্রাথমিক অনুমান ।

গতকাল রাতে মুর্শিদাবাদের কান্দি বাসস্যান্ডে ফলে বাজারে আগুন লাগে । দেখতে পেয়ে দমকলে খবর দেয় স্থানীয়রা । খালি করে দেওয়া হয় বাজার চত্বর । দমকল আসার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । 15টি দোকান পুড়ে যায় । পরে দমকলের 1টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আগুন লেগেছে জানতে পেয়ে ঘটনাস্থানে আসেন কান্দি পৌরসভার চেয়ারম্যান অপূর্ব সরকার । পৌরসভার আধিকারিক গুরুপ্রসাদ মুখোপাধ্যায়, দেবল দাস, গৌতম রায়সহ অন্যান্যরা । স্থানীয়দের একাংশের দাবি, লকডাউনের জেরে বাজারে লোক না থাকায় গতকাল বড়সড় বিপদ এড়ানো গেছে । না হলে বাজারটিতে প্রতিদিন খুব ভিড় হয় ।

ABOUT THE AUTHOR

...view details